Magic Show: বাক্সের মধ্যে ঢুকতেই ভ্যানিশ সুন্দরী কন্যা!

Last Updated:

বসিরহাটের পিফা দেভোক এলাকায় জাতীয় কংগ্রেসের দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে আয়োজিত বনভোজনের মঞ্চ এমন জাদুর মায়াজালে মোহিত হয়ে গেল

+
ইন্দ্রজাল

ইন্দ্রজাল

উত্তর ২৪ পরগনা: জীবিত মানুষ বাক্সের মধ্যে ঢুকতেই ভ্যনিশ! একটি সুন্দরী মেয়েকে ম্যাজিক বক্সের মধ্যে ঢুকিয়ে মূহুর্তেই তাকে ভ্যনিশ করে দেওয়ার পর আবার জাদুর ইন্দ্রজালে তাকে বাক্সের মধ্যে ফিরিয়ে আনলেন জাদুকর। আবার কখনও এলাকার ক্ষুদেদের কাছ থেকে মাটি তুলে নিয়ে সেই মাটি বাক্সের ভিতরে দিয়ে মিষ্টি তৈরি করে তা দর্শক আসনে বসে থাকা জনতার দিকে ছুড়েও দিলেন।
বসিরহাটের পিফা দেভোক এলাকায় জাতীয় কংগ্রেসের দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে আয়োজিত বনভোজনের মঞ্চ এমন জাদুর মায়াজালে মোহিত হয়ে গেল। আজ বিরল হয়ে গেল‌ও এক সময় এই শীতকালে গ্রামবাংলায় ঘন ঘন ম্যাজিক শো’র আসর বসত। তবে সময় বদলের সঙ্গে সঙ্গে মানুষের রুচিতে পরিবর্তণ এসেছে। আর তাতেই ক্রমশ ম্যাজিক শো থেকে মুখ ফিরিয়েছে বর্তমান প্রজন্ম।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
একসময় জাদু প্রদর্শনী ছিল বিনোদনের বড় মাধ্যম। মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় দেখা যেত জাদু প্রদর্শনীর তাঁবু ৷ আর সেখানে ভিড় জমাত আট থেকে আশি সকল বয়সের মানুষজন। শহর কিংবা গ্রামে মাঝে মাঝে দেখা মিলত এমন ধরনের জাদু প্রদর্শনীর। কিন্তু সময় এবং প্রযুক্তির ঘেরাটোপে পেরিয়ে চরম ব্যস্ততার মাঝেও সেইসব জাদু প্রদর্শনী যেন হারিয়ে যেতে বসেছে। সেজন্য দলীয় কর্মীদের পাশাপাশি গ্রামের মানুষদের একটু বিনোদনের পশরা ছড়িয়ে দিতে এমন উদ্যোগ বলে জানান উদ্যোক্তা মুসা হক, আব্দুল কাদেররা।
advertisement
জুলফিকার মোল্লা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Magic Show: বাক্সের মধ্যে ঢুকতেই ভ্যানিশ সুন্দরী কন্যা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement