আরও পড়ুন: ফুঁ দিলেই ধরল পুলিশ, রঙের উৎসবে হাবড়ায় বড় খেল প্রশাসনের
এই ঘটনায় ইতিমধ্যেই বহরমপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। জানা গিয়েছে, বহরমপুর পুরসভার অন্তর্গত এই সুভাষ সরোবর লালদিঘি পার্ক নামে পরিচিত। লালদিঘি বা সুভাষ সরোবরকে ঘিরে এক পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। দুপুর হলেই পার্কে ঘুরতে আসেন পর্যটকরা। এখানকার জলাশয়ে আছে প্রচুর মাছ। কয়েকজন মৎস্যজীবী লালদিঘি লিজ নিয়ে মাছ চাষ করেন। সেই মৎস্যজীবীদের অভিযোগ, কেউ ইচ্ছাকৃতভাবে পুকুরের জলে বিষ মিশিয়ে মাছগুলোকে মেরে ফেলেছে। পুকুর পাড়ের এক জায়গায় ঘাস ও আগাছা মরে যাওয়ায় সেখানেই বিষ বা কোনও বিষাক্ত কেমিক্যাল ছড়িয়ে দেওয়া হয়েছিল বলে দাবি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
প্রায় ৪০ কুইন্টাল মাছ মরে জলে ভেসে ওঠায় কার্যত পথে বসার দশা ওই মৎস্যজীবীদের। এদিকে বিপুল পরিমাণ মাছ মরে জলে ভেসে ওঠায় এলাকায় পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। দুর্গন্ধের টেকা দায় হয়ে উঠেছে এলাকাবাসীর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কৌশিক অধিকারী