Holi 2024: ফুঁ দিলেই ধরল পুলিশ, রঙের উৎসবে হাবড়ায় বড় খেল প্রশাসনের
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
সোমবার বিশেষ নাকা চেকিংয়ের ব্যবস্থা করে হাবড়া থানার ট্রাফিক পুলিশ। দুর্ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দোলের দিন সকাল থেকেই তৎপর ছিল পুলিশ
উত্তর ২৪ পরগনা: রং-এর উৎসবে রঙিন জল খেয়ে বেলাল্লাপনায় কড়া হাতে লাগাম টানল প্রশাসন। দোল ও হোলিতে মদ্যপান করে বেপরোয়া বাইক চালানোর অপরাধে ৫০ টি বাইক আটক করল পুলিশ, সঙ্গে শাস্তি দেওয়া হল বাইক চালকদের।
সোমবার বিশেষ নাকা চেকিংয়ের ব্যবস্থা করে হাবড়া থানার ট্রাফিক পুলিশ। দুর্ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দোলের দিন সকাল থেকেই তৎপর ছিল পুলিশ। মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালালেই তাঁকে ধরে অ্যালকোহল টেস্ট করা হয়। বেপরোয়া বাইক আরোহীদের দাঁড় করিয়ে মুখে অ্যালকোহল মিটার ঠেকিয়ে ফুঁ দেওয়ানো হয়। আর তাতেই পরিষ্কার হয়ে যায় কারা নির্দিষ্ট সীমার থেকে বেশি মদ্যপান করে আইন ভেঙে গাড়ি চালাচ্ছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আইন ভাঙার কারণে অনেক বাইক ও গাড়ি চালককে স্পট ফাইন করা হয়। হাবড়া থানার সামনে রীতিমত বেপরোয়া আটক বাইক আরোহীদের ভিড় জমে গিয়েছিল। প্রতিবছরই রঙের উৎসবের দিন বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হন বাইক চালকরা। যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই এই তৎপরতা বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। প্রায় ৫০ টি বাইক আটক করে হাবড়া থানার পুলিশ। পুলিশ প্রশাসনের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।
advertisement
রুদ্রনারায়ণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 26, 2024 1:30 PM IST