আরও পড়ুন: এক গ্রামে ৪৮টি কালীপুজো ! কালীগ্রাম হিসেবে পরিচিত কান্দির গোকর্ণ
উত্তর ভারতে ধনতেরাস উপলক্ষে ঝাড়ু কেনার চল বহুদিনের। সেই প্রথা অনুসরণ করতে শুরু করেছে বাঙালি পরিবারগুলিও। যা এই বছর ব্যাপক আকার ধারণ করে। শুক্রবার ছিল ধনতেরাস। সেই উপলক্ষে ঝাড়ু কেনার ঢল লক্ষ্য করা যায় বাঙালি গৃহিণীদের মধ্যে। জেলার বাজারগুলিতে ঝাড়ুর দোকানে উপচে পড়ে ভিড়। অন্যান্য দোকানগুলিতে ভিড় থাকলেও, ঝাড়ুর দোকানে দেখা যায় লাইন দিয়ে ঝাড়ু কিনতে।
advertisement
অশোকনগর গোলবাজার এলাকায় মহিলাদের ভিড় দেখতে জড়ো হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। মহিলাদের ভিড় সামাল দিতে একসময় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথাও বলা হয় বাজার সমিতির তরফ থেকে। বছরে যে দোকানে খুব বেশি লোকের আনাগোনা হয় না সেই দোকানেও এদিন বিক্রি হল কয়েক হাজার টাকার ঝাড়ু। নারকেল ঝাড়ু, ফুল ঝাড়ু সহ এদিন প্রায় সমস্ত দোকানেরই স্টক খালি হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। একদিনে প্রায় লক্ষাধিক টাকার ঝাড়ু বিক্রি হয় বাজারগুলিতে। উল্লেখ্য, অনেকে বিশ্বাস করেন ধনতেরসে ঝাড়ু কিনলে সংসারের মঙ্গলের পাশাপাশি ধনসম্পদ বৃদ্ধি পবে। এই ঝাড়ু কিনলে ঘরের অলক্ষ্মী বিদায় হয়। এমনই মতের দ্বারা প্রভাবিত হয়ে বাঙালি মহিলাদের মধ্যে ঝাড়ু কেনার এই হিড়িক লক্ষ্য করা গেছে বলে অনেকে মনে করছেন।
রুদ্রনারায়ণ রায়