Kali Puja 2023: এক গ্রামে ৪৮টি কালীপুজো ! কালীগ্রাম হিসেবে পরিচিত কান্দির গোকর্ণ

Last Updated:

শশাঙ্কের রাজধানী কর্নসুবর্ন থেকে কয়েক কিলোমিটার দুরে অবস্থিত গোকর্ণ গ্রাম। কালীপুজোর রাতে এই গ্রামে মোট ৪৮টি কালীপুজো হয় । 

গোকর্ণ গ্রামে শ্যামরায় কালী ও অন্যান্য কালী মাতার পুজো 
গোকর্ণ গ্রামে শ্যামরায় কালী ও অন্যান্য কালী মাতার পুজো 
মুর্শিদাবাদ: রাত পোহালেই কালীপুজো। তার আগে সেজে উঠছে গোকর্ণ, যা কালী গ্রাম হিসেবেই পরিচিত। একদা শশাঙ্কের রাজধানী কর্নসুবর্ন থেকে কয়েক কিলোমিটার দুরে অবস্থিত গোকর্ণ গ্রাম ।যা আজকে কালী গ্রাম হিসেবে পরিচিত। কালীপুজোর রাতে এই গ্রামে মোট ৪৮টি কালীপুজো হয় বলে জানা গিয়েছে।
এখানে নাকি রাজা শশাঙ্কের গোশালা ছিল তাই নাম গোকর্ণ। এই গ্রামে শৈব রাজা গোকর্ণেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠা করেন বলেও জানা যায়। গোকর্ণ একটি অতি প্রাচীন , সমৃদ্ধশালী ও বিখ্যাত গ্রাম। বর্তমানে গ্রামে প্রায় ৪ হাজার মানুষের বসবাস। গ্রামটি শক্তিপুজোর জন্য প্রসিদ্ধ। প্রতিবছর এই গ্রামে কালীপুজো ঘিরে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। পুজোর সময় পাশের গ্রামগুলি ছাড়াও বাইরে থেকে প্রচুর দর্শনার্থীদের ভিড় জমে ।  এক সময় এই গ্রামে ৮০-৯০টি কালীপুজো হত। বর্তমানে কমে গিয়ে এখন ৪৮ টি মতো পুজো হয় বলে জানা যায়। তাই এই গ্রামটিকে কালীক্ষেত্র বলা হয়।
advertisement
advertisement
সমগ্র মুর্শিদাবাদ জেলার আর কোথাও এমন ধুমধাম চোখে পড়ে না। দুর্গাপুজার থেকে কালীপুজোতে জৌলুস বেশি দেখা যায়। বেশির ভাগ পুজো কমিটির বাজেট লক্ষাধিক টাকার ও বেশি হয়ে থাকে। প্রতিটি রাস্তা ঘাটে আলোর ব্যবস্থা করা হয়। কয়েকটি পুজো কমিটিতে আবার অন্নভোগ ও রাত্রিবাসের ও ব্যবস্থা করা হয়ে থাকে। পুজো কমিটিতে স্বেচ্ছাসেবক দল এবং কয়েকটি জায়গায় মেডিক্যাল ক্যাম্প ও বসানো হয় বলে জানা যায়।
advertisement
গ্রামের অন্যতম বাসিন্দা বিশ্বজিৎ জানান, এই গ্রামের প্রাচীন পুজো বলতে শ্যামরায় কালী, বড়িজ্যা কালী, গঙ্গাময়ী কালী,কোটাল কালী, বড়রায় কালী, ছোট কালীবাড়ির পুজো, বেনেকালী উল্লেখযোগ্য নাম।প্রাচীন শ্যামরায় কালী, বড় রায় কালী, ছোট কালীবাড়ির কালী, গঙ্গাময়ী, বেনে কালী কৌলিক পুজো বলে পরিচিত। কালীপুজোকে ঘিরে বিসর্জনের দিন গোকর্ণ হাইস্কুল চত্বরে বিশাল মেলা বসে। এলাকায় লক্ষাধিক মানুষ ভিড় করেন আতশবাজি প্রদর্শনী দেখার জন্য ।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2023: এক গ্রামে ৪৮টি কালীপুজো ! কালীগ্রাম হিসেবে পরিচিত কান্দির গোকর্ণ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement