পেটের টানে ভিন রাজ্যে কাজে গিয়ে কার্যত এমনই বিপাকে পড়তে হয়েছিল রাইডি গ্রামের ছয় জন শ্রমিককে। যদিও বহু নথিপত্র দেখানোর পর রাজ্য সরকার ও পুরুলিয়া জেলা পুলিশের সহযোগিতায় ওড়িশা সরকারের কাছ থেকে তাঁরা মুক্তি পেয়ে বর্তমানে সকলেই বাড়ি ফিরেছেন। কিন্তু আতঙ্ক এখনও গ্রাস করে রেখেছে তাঁদের। ওড়িশা থেকে বাংলার জেলা পুরুলিয়ার বাড়িতে ফিরে তাঁরা এখন বলছেন এবার থেকে ওড়িশার দিকে তাঁরা ফিরেও তাকাবেন না আর।
advertisement
জানা যায়, ওই ছয় জন শ্রমিক গত জুন মাসের ২৫ তারিখে ওড়িশায় এক পাথর খাদানে কাজ করতে গিয়েছিলেন। সেখানে কাজ করার সময় গত জুলাই মাসের ১০ তারিখে বাংলাদেশি সন্দেহে ওড়িশার পুলিশ তাঁদের আটক করে। জালশুকড়া জেলার বানহারপল্লির থানার রামপুরপল্লির অফিসার ক্লাবে তাঁদের টানা চার দিন আটকে রাখে ওড়িশা পুলিশ।
আরও পড়ুন: ছাত্রছাত্রীদের জন্য ৭৫,০০০ টাকার স্কলারশিপ, কী কী সুবিধা? কারা পাবেন? সময় থাকতে আবেদন করুন
শেষ পর্যন্ত প্রয়োজনীয় নথিপত্র দেখানোর পর রাজ্য সরকার ও পুরুলিয়া জেলা পুলিশের সহযোগিতায় সেখান থেকে ছেড়ে দেওয়া হয় তাঁদের। বর্তমানে তাঁরা সকলেই বাড়িতে ফিরেছেন। তবে বর্তমানে তাঁরা বাড়ি ফিরলেও আতঙ্ক গ্রাস করে রেখেছে তাঁদের।
শান্তনু দাস