TRENDING:

Bengal Politics: প্রধান পদ তৃণমূলের, উপপ্রধান বিজেপির! কেষ্টহীন বীরভূমে আজব চিত্র

Last Updated:

Bengal Politics: বীরভূমের খয়রাশোল ব্লকের পারশুন্ডী গ্রাম পঞ্চায়েতে ১২ টি আসনের মধ্যে ৬ টি আসন পায় তৃণমূল, বাকি ৬ টি আসন পায় বিজেপি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: বীরভূমের দুটি গ্রাম পঞ্চায়েতে প্রধান তৃণমূলের, উপপ্রধান বিজেপির। বীরভূমের খয়রাশোল ব্লকের পারশুন্ডী গ্রাম পঞ্চায়েতে ১২ টি আসনের মধ্যে ৬ টি আসন পায় তৃণমূল, বাকি ৬ টি আসন পায় বিজেপি। প্রথমে ভোটাভুটি, পরে লটারিতে প্রধান উপপ্রধান ঠিক হয়।
কেষ্টহীন বীরভূমে আজব চিত্র
কেষ্টহীন বীরভূমে আজব চিত্র
advertisement

এখানে প্রধান তৃণমূলের মুনিয়ারা বিবি, উপপ্রধান বিজেপির মেঘনাথ বাউড়ি। অন্যদিকে, বীরভুমের খয়রাশোল গ্রাম পঞ্চায়েতে আসন ৯টি। সেখানে তৃণমূল পায় ৫ টি আসন, বাকি ৪ টি বিজেপির। সংখ্যা গরিষ্ঠতা থাকায় তৃণমূলের প্রধান হন উপেন্দ্র নাথ ঘোষ, কিন্তু তৃণমূলের কাছে SC জয়ী মহিলা না থাকায় উপপ্রধান পদ পান বিজেপির জয়ী SC প্রার্থী কল্পনা বাগদি।

advertisement

তাই এখানেও প্রধান তৃণমূলের, উপপ্রধান বিজেপির। বোর্ড গঠন হওয়ার পর দুটি গ্রাম পঞ্চায়েতেরই তৃণমূলের প্রধান এবং বিজেপির উপপ্রধানরা জানিয়েছেন তারা এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন এবং তৃণমূল এবং বিজেপি একসঙ্গে মিলে এলাকার উন্নয়নের জন্য কাজ করবে। তবে রাজনৈতিক মহলের ধারণা বোর্ড গঠনের সময় যতই তারা প্রতিশ্রুতি দিক যে এলাকার উন্নয়ন করা হবে আদতে তৃণমূল এবং বিজেপির মধ্যে যদি সংঘাত তৈরি হয় সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়নে সমস্যা দেখা দিতে পারে।

advertisement

বীরভূমের তিনটি মহকুমা, সিউড়ি, বোলপুর আর রামপুরহাট। এই তিনটি মহকুমা এলাকায় আলাদা আলাদা ভাবে পঞ্চায়েতে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করেছে বীরভূম জেলা প্রশাসন। ৯ ই আগস্ট বোর্ড গঠন হয়েছে বোলপুর মহকুমার সমস্ত গ্রাম পঞ্চায়েতে, ১০ই আগস্ট সিউড়ি মহকুমার সমস্ত গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন হয়েছে। অন্যদিকে ১১ আগস্ট রামপুরহাট মহকুমার সমস্ত গ্রাম পঞ্চায়েতে ভোট গঠন হচ্ছে।

advertisement

আরও পড়ুন, চরম দুর্ঘটনা! রানির গর্ভে সন্তানের মৃত্যু, চাঞ্চল্যকর খবর প্রকাশ খোদ নায়িকার!

আরও পড়ুন, দিন বদলাচ্ছে! দরকার নেই আর ATM কার্ডের, টাকা তোলার পদ্ধতি আরও সোজা করল ২ ব্যাঙ্ক

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এভাবেই বীরভূমের ১৬৭ টি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করা হচ্ছে , নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে মহকুমা ভিত্তিক বোর্ড গঠন করার। সেক্ষেত্রে পুলিশ প্রশাসনকেও সঠিকভাবে গ্রাম পঞ্চায়েতের গুলোর সামনে করা হচ্ছে। বীরভূম জেলা প্রশাসন সূত্রে খবর, বীরভূমের কেবলমাত্র একটি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করা যায়নি। সমস্যা তৈরি হওয়ার জন্য ওই গ্রাম পঞ্চায়েতটিতে আগামী কোনও একদিন দিন ধার্য করে বোর্ড গঠন করা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Politics: প্রধান পদ তৃণমূলের, উপপ্রধান বিজেপির! কেষ্টহীন বীরভূমে আজব চিত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল