Cardless Cash Withdrawal: দিন বদলাচ্ছে! দরকার নেই আর ATM কার্ডের, টাকা তোলার পদ্ধতি আরও সোজা করল ২ ব্যাঙ্ক

Last Updated:
Cardless Cash Withdrawal: কার্ডবিহীন নগদ টাকা তোলার সুবিধা পেতে গ্রাহকদের সংশ্লিষ্ট ব্যাঙ্কের মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে
1/9
এটিএম থেকে টাকা তুলতে গেলে আমাদের প্রয়োজন হয় এটিএম কার্ডের। এটিএম কার্ড বা ডেবিট কার্ড সঙ্গে করে না আনলে, টাকা তোলা কঠিন হয়ে যায়।
এটিএম থেকে টাকা তুলতে গেলে আমাদের প্রয়োজন হয় এটিএম কার্ডের। এটিএম কার্ড বা ডেবিট কার্ড সঙ্গে করে না আনলে, টাকা তোলা কঠিন হয়ে যায়।
advertisement
2/9
এখন আপনার এই বিষয়ে চিন্তা করার দরকার নেই। আপনি এটিএম বা ডেবিট কার্ড ছাড়াই নগদ টাকা তুলতে পারবেন। কিছু ব্যাঙ্ক এমনকি ডেবিট বা ক্রেডিট কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তোলার সুবিধা দেয়।
এখন আপনার এই বিষয়ে চিন্তা করার দরকার নেই। আপনি এটিএম বা ডেবিট কার্ড ছাড়াই নগদ টাকা তুলতে পারবেন। কিছু ব্যাঙ্ক এমনকি ডেবিট বা ক্রেডিট কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তোলার সুবিধা দেয়।
advertisement
3/9
কার্ডবিহীন নগদ টাকা তোলার সুবিধা পেতে গ্রাহকদের সংশ্লিষ্ট ব্যাঙ্কের মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে। সব ব্যাঙ্ক কিন্তু এই পরিষেবা দেয় না, কিছু কিছু ব্যাঙ্ক পরিষেবা দিয়ে থাকে।
কার্ডবিহীন নগদ টাকা তোলার সুবিধা পেতে গ্রাহকদের সংশ্লিষ্ট ব্যাঙ্কের মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে। সব ব্যাঙ্ক কিন্তু এই পরিষেবা দেয় না, কিছু কিছু ব্যাঙ্ক পরিষেবা দিয়ে থাকে।
advertisement
4/9
SBI গ্রাহকদের এই সুবিধা পেতে প্রথমে YONO অ্যাপ ডাউনলোড করুন এবং 'YONO Cash'-এ ক্লিক করুন।   অ্যাকাউন্ট নম্বর দিন, তারপরে কত টাকা তুলতে চান সেই পরিমাণ লিখুন।
SBI গ্রাহকদের এই সুবিধা পেতে প্রথমে YONO অ্যাপ ডাউনলোড করুন এবং 'YONO Cash'-এ ক্লিক করুন। অ্যাকাউন্ট নম্বর দিন, তারপরে কত টাকা তুলতে চান সেই পরিমাণ লিখুন।
advertisement
5/9
এরপরে আপনি YONO ক্যাশ লেনদেন নম্বর এবং 'YONO ক্যাশ পিন' সহ একটি SMS পাবেন। তারপরে SBI ATM-এ যান এবং ATM স্ক্রিনে 'YONO CASH' অপশনে ক্লিক করুন।
এরপরে আপনি YONO ক্যাশ লেনদেন নম্বর এবং 'YONO ক্যাশ পিন' সহ একটি SMS পাবেন। তারপরে SBI ATM-এ যান এবং ATM স্ক্রিনে 'YONO CASH' অপশনে ক্লিক করুন।
advertisement
6/9
YONO ক্যাশ অ্যাকাউন্ট নম্বর লিখুন।   আপনাকে পিন দিতে হবে এবং যাচাইকরণ সম্পূর্ণ করার পরে এটিএম থেকে টাকা তুলতে পারবেন।
YONO ক্যাশ অ্যাকাউন্ট নম্বর লিখুন। আপনাকে পিন দিতে হবে এবং যাচাইকরণ সম্পূর্ণ করার পরে এটিএম থেকে টাকা তুলতে পারবেন।
advertisement
7/9
 ICICI ব্যাঙ্কের গ্রাহকরা iMobile অ্যাপ ডাউনলোড করুন।  সার্ভিস অপশনে গিয়ে 'কার্ডলেস ক্যাশ উইথড্রয়াল' অপশনে ক্লিক করুন।
ICICI ব্যাঙ্কের গ্রাহকরা iMobile অ্যাপ ডাউনলোড করুন। সার্ভিস অপশনে গিয়ে 'কার্ডলেস ক্যাশ উইথড্রয়াল' অপশনে ক্লিক করুন।
advertisement
8/9
আপনি যে পরিমাণ টাকা তুলতে চান তা লিখুন, তারপর পিন নম্বর দিন এবং এরপরে অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ব্যাঙ্কে রেজিস্ট্রার করা মোবাইল নম্বরে ৬ সংখ্যার কোড সহ একটি মেসেজ পাবেন।
আপনি যে পরিমাণ টাকা তুলতে চান তা লিখুন, তারপর পিন নম্বর দিন এবং এরপরে অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ব্যাঙ্কে রেজিস্ট্রার করা মোবাইল নম্বরে ৬ সংখ্যার কোড সহ একটি মেসেজ পাবেন।
advertisement
9/9
এরপরে  ICICI ব্যাঙ্কের ATM-এ যান এবং সেখান মোবাইলে আসা ৬ ডিজিটের কোডটি দিন। এটিএম থেকে আপনার নগদ টাকা তোলা হবে। এরপরেই এটিএম থেকে নগদ টাকা আপনি তুলতে পারবেন।
এরপরে ICICI ব্যাঙ্কের ATM-এ যান এবং সেখান মোবাইলে আসা ৬ ডিজিটের কোডটি দিন। এটিএম থেকে আপনার নগদ টাকা তোলা হবে। এরপরেই এটিএম থেকে নগদ টাকা আপনি তুলতে পারবেন।
advertisement
advertisement
advertisement