বর্ধমান পৌরসভার ৫ নং ওয়ার্ডে নিজের স্ত্রীর বিরুদ্ধেই মনোনয়ন জমা দিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ট্রেড ইউনিয়নের প্রাক্তন সভাপতি তথা শ্রমিক নেতা ইফতিকার আহম্মেদ ওরফে পাপ্পু (Bengal Municipal Election 2022)। তৃণমূল কংগ্রেস বর্ধমান পুরসভার ৫ নং ওয়ার্ডে প্রার্থী করেছে ইফতিকার আহমেদের স্ত্রী শেফালী বেগমকে। সেই ওয়ার্ডেই তৃণমূলের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন ইফতিকার আহমেদ। এই ঘটনা জানাজানি হতেই বর্ধমান জুড়ে শোরগোল পড়ে যায় (Bengal Municipal Election 2022)।
advertisement
আরও পড়ুন: একদিকে জলাশয়ে ভাসছে মৃতদেহ, অন্যদিকে ঘরে ঝুলন্ত যুবক...চাঞ্চল্য দুর্গাপুরের কাঁকসায়
বর্ধমান রেল স্টেশন এলাকায় ইফতিকার আহমেদের ভাল প্রভাব রয়েছে। পুরভোটে জিতলে ভাল পদের দাবি রাখতে পারতেন তিনি। কিন্তু নবাগত শেফালি বেগম সেই মর্যাদা পাবেন না বুঝেই ইফতিকার নিজে লড়ার সিদ্ধান্ত নেন। সেই কারণেই তিনি তাঁর স্ত্রীর ওয়ার্ডে মনোনয়ন দাখিল করেন বলে মত দলের নেতা কর্মীদের একাংশের।
যদিও ইফতিকারের দাবি, '' স্ত্রী মনোনয়ন জমা দেওয়ার পর পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি সেভাবে প্রচারে বের হতে পারবেন না। তাই আমি ৫ নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছি। দল সিম্বল না দিলে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেব।''
আরও পড়ুন: মাংস-ভাত খেল গোটা পরিবার, রাত পোহাতেই দুই শিশুর মর্মান্তিক পরিণতি! অবাক গোটা পাড়া
বর্ধমান পৌরসভার ৩৫ টি ওয়ার্ডে তৃণমূলের হয়ে ৪২টি মনোনয়ন জমা দিয়েছেন। তার মধ্যে ইফতিকারও রয়েছন। এ ব্যাপারে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, সকলেরই আশা থাকে দলীয় টিকিটে প্রার্থী হিসাবে দাঁড়ানোর। তাই অনেকে শেষ মুহূর্তেও মনোনয়ন জমা দিয়েছিলেন। দল যাঁদের প্রতীক দেবে তাঁদের বাইরে যে ৫ জন আছেন তারা মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।'' তিনি ইফতিকার আহমেদ মনোনয়ন দাখিল প্রসঙ্গে বলেন, ''ওঁর স্ত্রী অসুস্থ হয়ে পড়ায় উনি মনোনয়ন দাখিল করেছিলেন। ভেবেছিলেন দল স্ত্রীর বদলে ওঁকে প্রার্থী করবে। কিন্তু দল ওঁর স্ত্রীকেই প্রার্থী করেছে।''