TRENDING:

Bengal Festival: ফাল্গুন সংক্রান্তিতে ঘেঁটু'র পালকি নিয়ে দোরে দোরে ঘোরে কচিকাঁচারা...

Last Updated:

ঘেঁটু পালকিতে মিটমিট করে জ্বলে আলো। যদিও এখন বৈদ্যুতিন আলোই ব্যবহার হয়। তবে কয়েক বছর আগেও কেরোসিনের লম্ফ বা লন্ঠন জ্বলতে দেখা যেত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: ফাল্গুন সংক্রান্তির সন্ধেয় ঘেঁটু পালকি আসে ঘরে ঘরে। আর তাকে ঘিরেই গ্রামের কচি-কাঁচাদের আনন্দের ঘেঁটু উৎসব। এদিন কচি-কাঁচারা দলবদ্ধভাবে গ্রামের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে চাল, আলু, পয়সা আদায় করে। তাদের হাতে থাকে ঘেঁটুফুল দিয়ে সযত্নে সাজানো ঘেঁটুর পালকি। ঝুড়ি বা বাক্সের ভিতর ও বাইরে ঘেঁটু ফুল গেঁথে দেওয়া হয়। তার সঙ্গে আকন্দ এবং অশোক ফুল দিয়ে সাজানো থাকে ঠাকুরের মূর্তি।
advertisement

আরও পড়ুন: বহুতলে ঢালাইয়ের কাজ করার সময় ছাদ থেকে পড়ে গেলেন নির্মাণ কর্মী! তারপর যা হল…

ঘেঁটু পালকিতে মিটমিট করে জ্বলে আলো। যদিও এখন বৈদ্যুতিন আলোই ব্যবহার হয়। তবে কয়েক বছর আগেও কেরোসিনের লম্ফ বা লন্ঠন জ্বলতে দেখা যেত। ঝুরির উপর দড়ি দিয়ে হাতল অথবা লাঠি দিয়ে হাতল তৈরি করা হয়। এটির নাম ঘন্টকর্ণের পালকি। ঘেঁটু পালকি ছাড়াও এদিন নানা সাজে সেজে ওঠে ছোটরা। কেউ শিব, কেউ রাধাকৃষ্ণ আবার বর-কনের মত নানা সাজ দেখা যায়। ৪-৫ বছর বয়স থেকে ১০-১২ বছর বয়সের ছেলেমেয়েদের মধ্যেই ঘেঁটু উৎসবে অংশগ্রহণ সর্বাধিক। ফাল্গুন সংক্রান্তির সন্ধে নামলেই একহাতে ঘেঁটুর পালকি অন্য হাতে ঝোলা নিয়ে বেরিয়ে পড়ে কচি-কাঁচারা।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

আকন্দ ঘেঁটু ও ধুতরো এই তিনটিই শিবঠাকুরের পরম প্রিয় ফুল। জানা যায়, পুরাণ-অনুসারে এই ঘেঁটু বা ঘণ্টকর্ণের সঙ্গে সম্পর্ক রয়েছে শিবের। সে কালের ছেলেবেলায় ঘেঁটু উৎসবের আনন্দ ছিল অন্য মাত্রায়। দিন কয়েক আগে থেকেই ঘেঁটু উৎসবের পরিকল্পনা চলত। আগের দিন বা ফাল্গুন সংক্রান্তির দিন সকাল থেকে ফুল সংগ্রহ থেকে ঘেঁটু পালকির প্রস্তুতি চলত।এই প্রসঙ্গে সৈকত ঘোষ জানান, সে সময় তিনদিন ধরে চলতে ঘেঁটু উৎসব। ঘেঁটু উৎসব ঘিরে তখন শৈশবের আনন্দটা অন্য মাত্রার ছিল। সবাই মিলে একটা ঘেঁটু নিয়ে বাড়ি বাড়ি ঘোরা হত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Festival: ফাল্গুন সংক্রান্তিতে ঘেঁটু'র পালকি নিয়ে দোরে দোরে ঘোরে কচিকাঁচারা...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল