TRENDING:

CPIM: দুয়ারে সিপিএম! খেলা ঘোরানোর আপ্রাণ চেষ্টায় বামেরা! চাইছে 'আপনার মতামত'

Last Updated:

CPIM: রাজ্য ও স্থানীয় বিভিন্ন ইস্যুর ১৮ টি প্রশ্ন নিয়ে দুয়ারে বাম কর্মীরা। সঙ্গে রয়েছে 'ড্রপ বক্স '।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুর্গাপুর: দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডে এবার বাড়ি বাড়ি হাজির বামেরা। দুয়ারে সরকারের পর এবার দুয়ারে বামেরা। বাড়ি বাড়ি প্রশ্নমালা নিয়ে হাজির বামেরা। 'দুয়ারে সিপিআইএম'। পুরসভা ভোটের আগে বামেদের নতুন উদ্যোগ 'আপনার মতামত'। বুধবার সকালে দুর্গাপুরের ২৮নং ওয়ার্ডের নামো সগড়ভাঙা এলাকায় এই কর্মূসূচি শুরু করল সিপিএম। লক্ষ্য জনসংযোগ।
নতুন কর্মসূচিতে বামেরা
নতুন কর্মসূচিতে বামেরা
advertisement

তাই রাজ্য ও স্থানীয় বিভিন্ন ইস্যুর ১৮ টি প্রশ্ন নিয়ে দুয়ারে বাম কর্মীরা। সঙ্গে রয়েছে 'ড্রপ বক্স '। প্রশ্নের উত্তর দিয়ে ফেলতে হচ্ছে ওই ড্রপ বক্সে। দুর্গাপুরের ৪৩ টি ওয়ার্ডেই এই প্রশ্নপত্র নিয়ে হাজির লাল বাহিনী। এবার পুর ভোটে বামেদের জনসংযোগের প্রাথমিক ধাপ এটাই। রাজ্যে বেলাগাম দুর্নীতি, মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানের লক্ষে শিল্প, শিল্পের সম্পদ ও আবাসন রক্ষা, দ্রুত স্বচ্ছ পুর ভোট ও অস্তিত্বহীন পুর বোর্ডের নূন্যতম নাগরিক পরিষেবা সংক্রান্ত প্রশ্নের উত্তর চাওয়া হচ্ছে।

advertisement

আরও পড়ুন: শুভেন্দু ছাড়াই সব সম্ভব, প্রমাণে মরিয়া তৃণমূল! তৃণমূলের চ্যালেঞ্জ অবিভক্ত মেদিনীপুর

নাম গোপন করে দেওয়া যাবে উত্তর। ১৫ নভেম্বর পর্যন্ত ৩ ও ৪ নম্বর বরোর ১৫ টি ওয়ার্ডের ২০ হাজার পরিবারের দুয়ারে হাজির হবে বামেরা।

আরও পড়ুন: শান্তিকুঞ্জের দুয়ারে গানের আসর, শিশিরকে পিতৃতুল্য বলে শুভেন্দু-বন্দনা বিধায়কের!

advertisement

এ বিষয়ে তৃণমূল নেতা রমাপ্রসাদ হালদার বলেন, ''পশ্চিমবঙ্গের মাটি থেকে মুছে গেছে CPIM। বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের মন করার চেষ্টা করছে।'' অপপ্রচার করে কোনও লাভ হবে না বলেও কটাক্ষ করেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

---অর্পণ চক্রবর্তী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CPIM: দুয়ারে সিপিএম! খেলা ঘোরানোর আপ্রাণ চেষ্টায় বামেরা! চাইছে 'আপনার মতামত'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল