Tmc | Suvendu Adhikari: শুভেন্দু ছাড়াই সব সম্ভব, প্রমাণে মরিয়া তৃণমূল! তৃণমূলের চ্যালেঞ্জ অবিভক্ত মেদিনীপুর

Last Updated:

Tmc | Suvendu Adhikari: পঞ্চায়েতের মধ্যে দিয়ে লোকসভার অ্যাসিড টেস্ট করাচ্ছে তৃণমূল কংগ্রেস।

শুভেন্দুকে ছাড়াই প্রমাণে মরিয়া তৃণমূল
শুভেন্দুকে ছাড়াই প্রমাণে মরিয়া তৃণমূল
#কলকাতা: শুভেন্দু ছাড়াই অবিভক্ত মেদিনীপুর তৃণমূলের। প্রমাণে মরিয়া তৃণমূল কংগ্রেস। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তাই তৎপরতা শুরু শাসক দলের। পূর্ব মেদিনীপুর জেলায় যেমন বিশেষ দায়িত্ব দেওয়া আছে কুণাল ঘোষকে। আগামী সময়ে বাকি দুই জেলাতেও নজরদারি চালাবে দল। ব্লক স্তরে গোষ্ঠী সংগঠনে ঝাঁকুনি দিচ্ছে দল। পঞ্চায়েতের মধ্যে দিয়ে লোকসভার অ্যাসিড টেস্ট করাচ্ছে তৃণমূল কংগ্রেস।
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ৬০
তৃণমূল কংগ্রেস ৬০ অন্যান্য ০
advertisement
পঞ্চায়েত সমিতি ২৫
তৃণমূল কংগ্রেস ২৫অন্যান্য ০
গ্রাম পঞ্চায়েত ২২৩
তৃণমূল কংগ্রেস ২২৩অন্যান্য ০
পশ্চিম মেদিনীপুর -গ্রাম পঞ্চায়েত ২১১
তৃণমূল কংগ্রেস ১৮৩ বিজেপি ২১ অন্যান্য ৭
পঞ্চায়েত সমিতি ২১
তৃণমূল কংগ্রেস ২০ বিজেপি ১
জেলা পরিষদ ৫১
তৃণমূল কংগ্রেস ৫১
advertisement
ঝাড়গ্রাম -জেলা পরিষদ ১৬
তৃণমূল কংগ্রেস ১৩ বিজেপি ৩
পঞ্চায়েত সমিতি ৮
তৃণমূল কংগ্রেস ৬ বিজেপি ২
গ্রাম পঞ্চায়েত ৭৯
তৃণমূল কংগ্রেস ৪২ বিজেপি ২৫ অন্যান্য ১২
ঝাড়গ্রামের চার বিধানসভা আসনেই জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও এই লোকসভা আসন বিজেপির দখলে।পশ্চিম মেদিনীপুরে ১৪ বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের। বিজেপির দখলে মাত্র ২। এই জেলায় এক লোকসভা আসন বিজেপির দখলে। সেখানে সাংসদ দিলীপ ঘোষ,  একটা তৃণমূলের। সাংসদ অভিনেতা দেব।
advertisement
পূর্ব মেদিনীপুর জেলায় জোর টক্কর। সেখানে বিজেপির ৭ আসন ও তৃণমূলের ৯ বিধানসভা আসন। এই জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে দুই সাংসদ থাকলেও তারা কার্যত বিজেপি শিবিরের।
advertisement
এই অবস্থায় কাঁথিতে অভিষেকের জনসভার মাধ্যমে অবিভক্ত মেদিনীপুরে ভোটের প্রস্তুতি শুরু করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু যে ফ্যাক্টর নয় তা বোঝাতে মরিয়া হয়ে উঠেছে শাসক দল। রাজনৈতিক মহলের বক্তব্য, ২০১৮ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে অবিভক্ত মেদিনীপুরের দায়িত্ব সামলেছেন শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুর বা ঝাড়গ্রাম জেলা জুড়ে পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতা দায়িত্বে থাকলেও, নীচু তলায় গিয়ে কাজ সেরেছেন শুভেন্দুই। শুভেন্দু দল ছাড়ার পরে এই প্রথম হতে চলেছে গ্রাম দখলের লড়াই৷ সেখানেই তৃণমূল কংগ্রেস নিজেদের ভোট ব্যাঙ্ক অটুট রাখতে মরিয়া৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tmc | Suvendu Adhikari: শুভেন্দু ছাড়াই সব সম্ভব, প্রমাণে মরিয়া তৃণমূল! তৃণমূলের চ্যালেঞ্জ অবিভক্ত মেদিনীপুর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement