আরও পড়ুন: বড় স্বস্তি রাজ্যের করোনা রিপোর্টে! দীর্ঘদিন পর সংক্রমণের হার নামল ২ শতাংশের নিচে...
বেবি কোলের অভিযোগ, "পুরভোটে দাঁড়ালাম। তারপর আমার কাছে টাকা চাওয়া হচ্ছে। বলা হল, দিদি আপনি যদি দাঁড়াতে চান তাহলে আপনাকে কিছু খরচ করতে হবে। এরপর দেখলাম, এক সপ্তাহ ধরে খুব বিব্রত করছে। তখন জিজ্ঞাসা করলাম, কত দিতে হবে ? বলল, টিকিটের জন্য ৫ লক্ষ টাকা লাগবে। এরা যাদের যাদের টিকিট বিক্রি করেছে, তাদেরই সিলেক্ট করে টিকিট দেওয়া হয়েছে। বিজেপির ভোট আমরা অন্য জায়গায় হতে দেব না। "
advertisement
বেবি কোলে নামের ওই বিজেপি নেত্রীকে বলতে শোনা যায়, "বিজেপিকে ভোট দিলে ফল ভাল হবে না। বিজেপি প্রার্থীকে ভোট দিলে ঘরে ঢুকে মারব।" হুঁশিয়ারির পাশাপাশি মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে দলের পতাকা-ফ্লেক্স ছিড়ে ফেলে দেন ওই নেত্রী। এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। শাসকদলের কটাক্ষ, গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপি, এটাই তার প্রমাণ।
আরও পড়ুন: বিরাট সুখবর! দ্রুত বাণিজ্যিক পরিষেবা রাজ্যের এই বিমানবন্দরে! আলোচনায় তুমুল তৎপর নবান্ন...
জেলায় জেলায় পুরভোটের প্রার্থী তালিকা পাঠানোর পরই এবার বিজেপির অন্দরেও শুরু হয়েছে বিক্ষোভ। টিকিট না পেয়ে খড়গপুর পুরভোটে বিজেপির আহ্বায়ক তুষার মুখোপাধ্যায়ের বাড়িতে বিজেপির বিক্ষুব্ধ একদল কর্মী সমর্থক হামলা চালায় বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় বাড়ির সামনে থাকা গাড়ির কাচ। জানলার কাচও ভাঙা হয়। খবর পেয়ে গতকাল রাতেই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তুষার মুখোপাধ্যায়ের দাবি, ঘটনার কথা দিলীপ ঘোষকে জানানো হয়েছে। হামলার ঘটনা বরদাস্ত করা হবে না।