TRENDING:

Belur Math Durga Puja: বেলুড় মঠে দুর্গাপুজোর মূল আকর্ষণ মহাঅষ্টমীতে কুমারী পুজো, দেখুন

Last Updated:

Belur Math Durga Puja: বেলুড় মঠে দুর্গাপুজোর মূল আকর্ষণ মহাঅষ্টমীতে কুমারী পুজো, মহা অষ্টমীতে সকাল থেকেই কুমারী পুজো দেখতে দর্শনার্থীর ঢল 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেলুড় মঠ, রাকেশ মাইতি: মহাঅষ্টমীতে কুমারী পুজো দেখতে দর্শনার্থীর ঢল বেলুর মঠে! দুর্গাপুজো মানে জেলার একাংশের মানুষের কাছে বেলুড় মঠের পুজো। বেলুড় মঠে দুর্গাপুজোর মূল আকর্ষণ অষ্টমীর পুজো এবং কুমারী পুজো। বেলুড় মঠে অষ্টমী পুজো অনুষ্ঠিত হয় সকাল ৫:৪০ মিনিটে।
advertisement

সারা বাংলার অগণিত মানুষ দুর্গাপুজোয় বেলুর মাঠে হাজির হয়ে থাকেন। অঞ্জলি, ভোগ গ্রহণ থেকে সন্ধিপুজো এবং কুমারী পুজো চাক্ষুষ করতে বহু মানুষ অংশ নেন। সেই মতো পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বেলুড় মঠের পূর্ণ পুজো নির্ঘণ্ট প্রায় এক থেকে দেড় মাস আগেই প্রকাশ করা হয়।

আরও পড়ুনঃ বাড়ির পুজোয় খোশ মেজাজে অনুব্রত, অষ্টমীর সকাল-দুপুরে কী করলেন? কী ছিল খাবারের মেনুতে? জানুন

advertisement

দুর্গাপুজোর মধ্যে সবথেকে বেশি ভক্ত সমাগম দেখা যায় মহাঅষ্টমীর দিন। মহা অষ্টমীর পুজো, কুমারী পুজো এবং সন্ধিপুজোর টানে মঠে অগণিত ভক্ত সমাগম ঘটে। মঙ্গলবার ১৩ আশ্বিন, সকাল ন’টা কুমারী পুজো অনুষ্ঠিত হচ্ছে। সন্ধিপুজো অনুষ্ঠিত হয় বিকাল ৫:৪৩ মিনিটে। অষ্টমী শেষে মহানবমী। ১৪ আশ্বিন বুধবার।

এদিন পুজো আরম্ভ সকাল ৫:৪০ মিনিটে, এরপর ভোগ আরতির পর হোম। বিজয় দশমী ১৫ আশ্বিন (২ অক্টোবর) বৃহস্পতিবার দেবীর দশমীবিহিত পুজো , ঠাকুরের সন্ধ্যারতির পর প্রতিমা নিরঞ্জন। অসংখ্য মানুষ দুর্গা পুজো বেলুড় মাঠে অঞ্জলি দিয়ে থাকেন। বেলুড়মঠ সূত্রে জানা যায়, পুষ্পাঞ্জলি প্রতিদিন দেবীর মধ্যাহ্ন ভোগ আরতির পর সময় দুপুর ১২ঃ৩০ মিনিট থেকে দুপুর ১’টা। প্রসাদ বিতরণ প্রতিদিন দুপুর ১২’টা মা সারদা সত্যব্রত ভবন থেকে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Belur Math Durga Puja: বেলুড় মঠে দুর্গাপুজোর মূল আকর্ষণ মহাঅষ্টমীতে কুমারী পুজো, দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল