TRENDING:

Belghoria TMC Worker Murder: বাড়ির সামনেই খুন তৃণমূল কর্মী, সারারাত রাস্তায় পড়ে রইল দেহ! সাতসকালে বেলঘড়িয়ায় আতঙ্ক

Last Updated:

গতকাল রাতে নিজের বাড়ির সামনে বসেই মদ্যপান করছিলেন রেহান খান৷ তখনই তাঁকে গুলি করে খুন করা হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুবীর দে, বেলঘড়িয়া: ফের শ্যুটআউট বেলঘড়িয়ায়৷ বাড়ির সামনেই খুন হলেন তৃণমূল কর্মী৷ সারারাত রাস্তার উপরেই পড়েছিল তৃণমূল কর্মীর দেহ৷ সকালে স্থানীয় বাসিন্দারা তৃণমূল কর্মীর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন৷ এর পরই ঘটনার কথা জানাজানি হয়৷
নিহত তৃণমূলকর্মী রেহান খান (বাঁদিকে)৷ ঘটনাস্থলে পুলিশ৷
নিহত তৃণমূলকর্মী রেহান খান (বাঁদিকে)৷ ঘটনাস্থলে পুলিশ৷
advertisement

ঘটনাটি ঘটেছে কামারহাটি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের রাজীবনগর ওয়ার্ডে৷ মৃত ওই তৃণমূলকর্মীর নাম রেহান খান৷ স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে নিজের বাড়ির সামনে বসেই মদ্যপান করছিলেন রেহান খান৷ তখনই তাঁকে গুলি করে খুন করা হয়৷ ওই তৃণমূল কর্মীর ঘাড়ে খুব কাছ থেকে গুলি করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছে পুলিশ৷ সম্ভবত সেই কারণেই গভীর রাতে কেউ গুলির শব্দ শুনতে পাননি বলে ধারণা পুলিশের৷

advertisement

আরও পড়ুন: বাসে উঠল খুনি, চুপচাপ পিছু নিলেন মহিলা! টের পাওয়ার আগেই জালে হরিদেবপুরের কার্তিক, গৃহবধূ জিতলেন ৫০ হাজার

ওই অবস্থাতেই সারারাত রাস্তার উপরে পড়ে থাকে মৃত তৃণমূল কর্মীর দেহ৷ সকালে রেহানের পরিবারের সদস্য এবং এলাকার বাসিন্দারা তৃণমূল কর্মীর দেহ পড়ে থাকতে দেখেন৷ খবর পেয়ে দেহটি উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রেহানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ ময়নাতদন্তের জন্য দেহটি পাঠিয়েছে বেলঘড়িয়া থানার পুলিশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এলাকার অন্যান্য তৃণমূলকর্মীদের দাবি, সুশান্ত রায় নামে এক যুবক দীর্ঘদিন ধরে রাজীবনগর এলাকায় নিজের প্রভাব বিস্তার করে রেখেছিল৷ অভিযোগ, এলাকায় জুয়া, সাট্টার ব্যবসাও চালাত সুশান্ত৷ সেই সুশান্তকেই এলাকা ছাড়া করেছিল রেহান৷ সম্ভবত সেই আক্রোশ থেকেই তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ রেহানের দলীয় সহকর্মীদের৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Belghoria TMC Worker Murder: বাড়ির সামনেই খুন তৃণমূল কর্মী, সারারাত রাস্তায় পড়ে রইল দেহ! সাতসকালে বেলঘড়িয়ায় আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল