Haridevpur Murder Update: বাসে উঠল খুনি, চুপচাপ পিছু নিলেন মহিলা! টের পাওয়ার আগেই জালে হরিদেবপুরের কার্তিক, গৃহবধূ জিতলেন ৫০ হাজার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
জানা গিয়েছে, কার্তিককে ধরিয়ে দেওয়া মহিলা একজন গৃহবধূ৷ তাঁর স্বামী অটো চালান৷ প্রতিশ্রুতি মতোই কার্তিককে ধরিয়ে দেওয়ায় গৃহবধূর হাতে ৫০ হাজার টাকা পুরস্কার এবং একটি শংসাপত্র তুলে দিয়েছে কলকাতা পুলিশ৷
গত ২১ জানুয়ারি হরিদেবপুরে খুন হয়েছিলেন এক গৃহবধূ৷ খুনের পর থেকেই পলাতক ছিলেন গৃহবধূর স্বামী এবং এই হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত কার্তিক দাস৷ প্রায় দু মাস পর শেষ পর্যন্ত আর এক গৃহবধূর সাহায্যেই অভিযুক্ত কার্তিক দাসকে গ্রেফতার করল পুলিশ৷ অভিযুক্তকে ধরিয়ে দেওয়ার জন্য ওই গৃহবধূকে ৫০ হাজার টাকা এবং শংসাপত্রও তুলে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে৷
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্ত্রীকে খুনের পর থেকেই গ্রেফতারি এড়াতে বিভিন্ন শহরে ঘুরে ঘুরে নিজের অবস্থান বদল করছিল কার্তিক৷ কিন্তু কয়েক দিন আগে কলকাতায় ফিরে আসে সে৷ স্ত্রীকে খুনের ঘটনার পর দু মাস কেটে যাওয়ায় হয়তো অভিযুক্ত কলকাতায় ফেরার ঝুঁকি নিয়েছিল৷ কিন্তু কার্তিককে ধরতে সমাজমাধ্যমে তার ছবি ছড়িয়ে দিয়েছিল পুলিশ৷ অভিযুক্তের খোঁজ দিতে পারলে পুরস্কারও ঘোষণা করা হয় পুলিশের পক্ষ থেকে৷
advertisement
সোমবার এক্সাইড মোড় থেকে বাসে ওঠে কার্তিক৷ তখনই এক গৃহবধূ কার্তিককে দেখে চিনতে পারেন৷ সমাজমাধ্যমে পুলিশের ছড়িয়ে দেওয়া ছবি এবং বিবরণ দেখেই অভিযুক্তকে চিনতে পারেন ওই গৃহবধূ৷ কার্তিককে কিছু বুঝতে না দিয়ে তার পিছু নেন ওই গৃহবধূ৷ ইতিমধ্যে হরিদেবপুর থানাতেও ফোন করে খবর দিয়ে দেন তিনি৷ বাসে করে গিয়ে হাওড়া স্টেশনে নামে কার্তিক৷ তখনও সে জানে না, তার পিছু নিয়েছেন ওই গৃহবধূ৷ বুদ্ধি খাটিয়ে মোবাইল ক্যামেরায় কার্তিকের হাঁটাচলার ভিডিও তুলেও হরিদেবপুর থানায় পাঠিয়ে দেন ওই গৃহবধূ৷ সেই ভিডিও দেখে পুলিশ নিশ্চিত হয়, ওই ব্যক্তি হরিদেবপুরে স্ত্রীকে খুনে অভিযুক্ত কার্তিকই৷
advertisement
advertisement
এর পরই কলকাতা পুলিশের পক্ষ থেকে হাওড়া জিআরপি থানাকে সতর্ক করা হয়৷ জিআরপি থানার ইনস্পেক্টর তপজ্যোতি দাস বাহিনী নিয়ে হাওড়া স্টেশন চত্বরে কার্তিকের খোঁজ শুরু করেন৷ গৃহবধূর থেকেও কার্তিকের অবস্থান নেয় পুলিশ৷ হাজার হাজার ট্রেন যাত্রীদের ভিড়ের মধ্যে থেকেই গ্রেফতার করা হয় কার্তিককে৷ পরে হরিদেবপুর থানার পুলিশ এসে কার্তিককে নিজেদের হেফাজতে নেয়৷
advertisement
জানা গিয়েছে, কার্তিককে ধরিয়ে দেওয়া মহিলা একজন গৃহবধূ৷ তাঁর স্বামী অটো চালান৷ প্রতিশ্রুতি মতোই কার্তিককে ধরিয়ে দেওয়ায় গৃহবধূর হাতে ৫০ হাজার টাকা পুরস্কার এবং একটি শংসাপত্র তুলে দিয়েছে কলকাতা পুলিশ৷ ওই গৃহবধূ যেভাবে সাহস করে ঠান্ডা মাথায় একজন খুনের ঘটনায় অভিযুক্তকে ধরিয়ে দিয়েছেন, পুলিশের পক্ষ থেকেও তাঁর প্রশংসাই করা হয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 02, 2025 3:06 AM IST