এভাবে নিজেদের স্কুলকে সাজিয়ে তুলে এক অনন্য নজির সৃষ্টি করেছে এই প্রাথমিক বিদ্যালয়টি। এমনকী আছে আইসোলেশন বিভাগও। জানা গিয়েছে, গতানুগতিকতার বাইরে বেরিয়ে ট্রেনের কামরায় বসে পড়াশোনা করলে কেমন হয়? সেই অনুভূতি পড়ুয়াদের দিতে এই উদ্যোগ। স্কুলের প্রধান বিশ্বজিৎ বাবুর মনে হয়েছিল, এভাবে শিশুদের আকৃষ্ট করা যাবে। আর তাই ট্রেনের কামরার ধাঁচে সাজিয়ে তোলা হয়েছে স্কুলের ক্লাসরুম
advertisement
আরও পড়ুন : বর্জ্য প্লাস্টিক ভর্তি বোতল জমা করলেই মিলছে ২ টাকা,পড়ুয়াদের আগ্রহ তুঙ্গে! দূষণ রুখতে অভিনব ভাবনা
মুর্শিদাবাদ জেলার বেলডাঙা ৩০নং আন্ডিরণ প্রাথমিক বিদ্যালয় অন্য ভাবেই পাঠ দান দেওয়া হয় ছাত্র ছাত্রীদের। এই বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা ১৮৬ জন । প্রাক প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের জন্য তৈরি করা আছে দ্বিতল ভবন। আর ভবনেই আছে চমক। ট্রেনের কামরা আছে আস্ত। যা নাম দেওয়া আছে আন্ডিরণ রাজধানী এক্সপ্রেস। বিদ্যালয়ের মধ্যেই রয়েছে একটি পার্ক।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সাজানো আছে ছোট বেলার একাধিক খেলার স্মৃতি। স্কুলের সিঁড়িতেও রয়েছে শিক্ষার পাঠ। বিদ্যালয়ে বর্তমানে ছাত্রছাত্রী সংখ্যা ১৮৬ জন, নিয়মিত পঠন পাঠন নিতে হাজির হন পড়ুয়ারা। আছে ডিজিটাল প্রযুক্তিতে উপস্থিতির সংখ্যাও। স্কুলে বর্তমানে শিক্ষক রয়েছেন চার জন। যদিও এই ভবনের পুরো কৃতিত্বটাই প্রধান শিক্ষকের। ছাত্র ছাত্রী থেকে অভিভাবকরা সকলেই কুর্নিশ করছেন বিদ্যালয়ের পঠন পাঠন থেকে স্কুলের পরিবেশ নিয়ে।





