এই ঘটনায় ওি বাড়ির মালিকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্র মারফত জানা গিয়েছে, অভিযানে ওই বাড়ি থেকে উদ্ধার হয় দুটি ওয়ান শাটার পিস্তল ও চার রাউন্ড গুলি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে বাড়ি মালিক মোবারক শেখকে আটক করা হয়। মঙ্গলবার তাঁকে বহরমপুর জেলা আদালতে তোলা হয়।
আরও পড়ুন : নদী বাঁধের নতুন পাহারাদার, রক্ষক হবে সুন্দরবনের অর্থনীতিরও! পরিত্রাতা হচ্ছে তাল ও কেওড়া
advertisement
এই বিষয়ে বেলডাঙ্গা এসডিপিও ডঃ উত্তম গড়াই জানিয়েছেন, মোবারক আগেও আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে যুক্ত ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। তারপর অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে অস্ত্রগুলি। তিনি আরও জানান, কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল, কেন মজুত করে রাখা হয়েছিল, সেই দিকেই মূলত তদন্ত চলছে।
আরও পড়ুন : হাসপাতালের মর্গে পচা দেহ, ছড়াচ্ছে দুর্গন্ধ! দেড় মাস ধরে অচল বৈদ্যুতিন চুল্লি
অস্ত্র উদ্ধারের ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাতারাতি পুলিশি অভিযানে অস্ত্র উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসন সূত্রে খবর, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।