নদী বাঁধের নতুন পাহারাদার, রক্ষক হবে সুন্দরবনের অর্থনীতিরও! পরিত্রাতা হচ্ছে তাল ও কেওড়া
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
ম্যানগ্রোভের আঁতুরঘরে বাড়ছে তাল, খেজুর গাছের সংখ্যা। বাঁধ রক্ষার সঙ্গে হবে মুনাফাও।
advertisement
advertisement
advertisement
অন্যদিকে তাল গাছ এলাকার অর্থনৈতিক উন্নতিতে সাহায্য করবে। তাল থেকে তৈরি করা বিভিন্ন সামগ্রী নিয়ে ব্যবসা করা যাবে। যেমন তাল মিছরি অনেক উপকারী গুণ সমৃদ্ধ। যেমন অ্যানিমিয়া, হাড়ের সমস্যা, সর্দি কাশির উপশম, চোখের দৃষ্টিবাড়ানো, কিডনি স্টোন রোধ করা, পেটে ব্যথা, নাক দিয়ে রক্ত পড়া, মুখের তালমিছরি উপকারী। রসনাতৃপ্ত বাঙালির প্রিয় পিঠে পুলীতে তালের ব্যবহার সেই অনেককাল আগে থেকেই। <strong>(ছবি ও তথ্য: সুমন সাহা)</strong>
advertisement
advertisement









