TRENDING:

Beldanga Kartik Puja : ১২-১৪ ফুটের বিশাল বিশাল মূর্তি নিয়ে শোভাযাত্রা! বেলডাঙার কার্তিক লড়াইয়ে উৎসবের জোয়ার, পর্যটকের ঢল

Last Updated:

Beldanga Kartik Puja : শুধু কাটোয়া নয়, মুর্শিদাবাদের বেলডাঙার কার্তিক লড়াইয়েও থাকে জাঁকজমক আয়োজন। ভিড় জমান বহু মানুষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেলডাঙা, তন্ময় মন্ডল : বাঙালির বারো মাসে তেরো পার্বনের মতো মুর্শিদাবাদ জেলার বেলডাঙার প্রাচীন কার্তিক লড়াই। এ লড়াই সে লড়াই নয়। ঠাকুরের সঙ্গে ঠাকুরের লড়াই। বুড়ো শিব থেকে নটরাজ, সরস্বতী, গনেশ, রামকৃষ্ণ সব একসঙ্গে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। যাকে বলা হয় কার্তিক লড়াই। সোমবার কার্তিক পুজোর পর মঙ্গলবার বিকেল থেকেই শুরু হয়ে যায় লড়াই, চলে রাত পর্যন্ত। যা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষ।
advertisement

মুর্শিদাবাদ জেলার অন্যতম বড় উৎসব কার্তিক পুজো। কার্তিক পুজোর পর মঙ্গলবার দিন-রাত শ’তিনেক ছোট-বড় মূর্তির নিরঞ্জনকে ঘিরে যাবতীয় উন্মাদনা দেখা গিয়েছে। বড় মূর্তিগুলির গড় উচ্চতা ১২-১৪ ফুট। সেগুলিকে কাঠামো-সহ বাঁশের মাচায় চাপিয়ে শহরের রাস্তা দিয়ে বাদ্যযন্ত্র-সহকারে শোভাযাত্রা বের হয়। কে-কত ভাল শোভাযাত্রা করল, তা নিয়ে মূলত লড়াই। আর এই কার্তিক লড়াই নজর কাড়ে পর্যটকদের।

advertisement

আরও পড়ুন : ফলোয়ার রয়েছে পাকিস্তান, বাংলাদেশে! নামখানায় নিজেই গড়ছেন পাখির বিশাল সাম্রাজ্য, দেখলে মন ভরে যাবে

কয়েকশো বছরের পুরনো ছুতারপাড়ার বাথানগড়ের বুড়ো শিব দেখতে ভিড় হয় সবচেয়ে বেশি। শহরের সবচেয়ে বড় শোভাযাত্রা হয় বুড়ো শিবের। সবচেয়ে পুরনো হিসাবে ধরলে আবার বেনেপাড়ার বাবু কার্তিক এগিয়ে। এছাড়া হাতিঢিপির হাতি কার্তিক, ঘোষ পাড়ার হাতি কার্তিক, চ্যাটার্জি পাড়ার রাজ কার্তিক, কামার পাড়ার জাগ্রত নটরাজ পুজো সাধারণ মানুষের আকর্ষমের কেন্দ্রবিন্দুতে থাকে। ছাপাখানা নবারুণ সঙ্ঘের দক্ষযজ্ঞ পুজোর আলোকসজ্জা দেখে মোহিত হয়ে যান বেলডাঙাবাসী। আলোর সাজে তাদের সঙ্গে পাল্লা দেয় শিশির সঙ্ঘ।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
কার্তিক লড়াইয়ে মেতে উঠল বেলডাঙা, শহরজুড়ে উৎসবের আমেজ! রাস্তাঘাটে রেকর্ড ভিড়
আরও দেখুন

কামারপাড়া জাগ্রত নটরাজ পুজো দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। চলে বিশেষ পুজো। অন্যদিকে কার্তিক লড়াইকে কেন্দ্র করে মঙ্গলবার বিকাল থেকেই বেলডাঙা শহরে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। রীতিমতো টহল দিয়ে নজরদারি চালানো হয়েছে বিভিন্ন এলাকায়। তবে এই সবকিছুর মধ্যেই কার্তিক লড়াই দেখতে মানুষজনের আগ্রহ ছিল তুঙ্গে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Beldanga Kartik Puja : ১২-১৪ ফুটের বিশাল বিশাল মূর্তি নিয়ে শোভাযাত্রা! বেলডাঙার কার্তিক লড়াইয়ে উৎসবের জোয়ার, পর্যটকের ঢল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল