Bird's Lover : ফলোয়ার রয়েছে পাকিস্তান, বাংলাদেশে! নামখানায় নিজেই গড়ছেন পাখির বিশাল সাম্রাজ্য, দেখলে মন ভরে যাবে

Last Updated:

Bird's Lover : সমাজ মাধ্যমে পক্ষী পরামর্শদাতা হিসেবে জনপ্রিয় দীপঙ্কর নন্দী নামখানায় নিজ উদ্যোগে গড়ে তুলেছেন পাখিদের বিশাল সাম্রাজ্য।

+
দীপঙ্কর নন্দী

দীপঙ্কর নন্দী

নামখানা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক : পাখির সাম্রাজ্যে হারিয়ে যাওয়ার দিশা দেখাচ্ছে ‘প্যারট দীপঙ্কর’। দীপঙ্করের আসল নাম দীপঙ্কর দিন্দা। তিনি নিজে পক্ষী প্রেমী। পাখিদের জন্য তিনি খুলেছেন বিশাল একটি ঘর। সোস্যাল মিডিয়ায় তিনি পোষ্য পাখিদের রক্ষণাবেক্ষণ, চিকিৎসা, খাবার সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন।
ভারতের বিভিন্ন রাজ্য সহ ভারতীয় উপমহাদেশের পাকিস্তান বাংলাদেশ ছাড়াও ইউকে, আমেরিকাতেও তাঁর ইউটিউব খুবই জনপ্রিয়। এই মুহূর্তে গোটা বিশ্বের পক্ষী প্রেমীদের কাছে জনপ্রিয় ব্যক্তি প্যারট দীপঙ্কর। একদা আইনের ছাত্র দীপঙ্কর আজ পক্ষী প্রেমী। তিনি ভারতীয় বন্যপ্রাণ আইন সম্পর্কে বিস্তারিত জেনেছেন। তিনি দেখেছেন, বন্যপ্রাণ আইনে বিশেষ প্রজাতির পাখি ছাড়া অন্য পাখি রাখলে সেটা অপরাধ নয়।
advertisement
advertisement
তাতেই সাহস পেয়ে তিনি ইউটিউব চ্যানেল খোলেন। সেখানে পাখি সংক্রান্ত কোনও চিকিৎসা থেকে, পাখির খাবারের পরামর্শ দেন। বর্তমানে নামখানার হরিপুরে প্রায় ৩০০ ফুট লম্বা ১০০ ফুট চওড়া বিশাল পাখিদের জন্য ঘর বানানো হয়েছে। এখানে এসে যে কেউ পাখিদের রাজ্যে হারিয়ে যেতে পারে। ভবিষ্যতে এখানেই পাখিদের জন্য তৈরি হবে শীতাতপ নিয়ন্ত্রিত ঘর, আসবে বিদেশী পাখিও।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এখানে পাখি দেখভালের জন্য কিছু লোকজনও রেখেছেন তিনি। তাঁরা সর্বক্ষণ এই পাখিগুলিকে পরিচর্যা করে। পাখি পাগল এই প্যারট দীপঙ্করের পাখির সাম্রাজ্য দেখতে ঘুরে আসতেই পারেন এখান থেকে। এই মুহূর্তে দেশের বিভিন্ন জায়গা থেকে পাখিদের বিভিন্ন সমস্যা হলে তাঁর কাছে ফোন আসে। তিনি নিজেও পাখি নিয়ে চর্চা করে এখন প্রকৃত পক্ষীপ্রেমী হয়ে উঠেছেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bird's Lover : ফলোয়ার রয়েছে পাকিস্তান, বাংলাদেশে! নামখানায় নিজেই গড়ছেন পাখির বিশাল সাম্রাজ্য, দেখলে মন ভরে যাবে
Next Article
advertisement
ভারতের হামলার ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! মেরামত চলছে সামরিক ঘাঁটিগুলিতে...স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি!
অপারেশন সিঁদুরের ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি
  • নতুন উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতের হামলার ছয় মাস পরও পাকিস্তানের নুর খান এয়ারবেসে মেরামত চলছে.

  • জেকবাবাদ এয়ারবেসের উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতীয় আক্রমণে ক্ষতিগ্রস্ত হ্যাঙ্গারের মেরামত এখনও চলছে.

  • ২০২৫ সালের মে মাসে ভারত অপারেশন সিঁদুর শুরু করে, পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে.

VIEW MORE
advertisement
advertisement