TRENDING:

Hooghly News: কাঁটা তারের দূরত্ব ঘোচাচ্ছে বাউল গান! দুই বাংলার লোকশিল্পীদের মিলন ক্ষেত্র লালন উৎসব 

Last Updated:

জিরাট লালন উৎসবে বাউল ফকিরদের গানের সুর শুনতেই প্রতিদিন ভিড় জমাচ্ছেন জেলার বিভিন্ন প্রান্তের মানুষ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: দেশ স্বাধীন হওয়ার আগেই বিভক্ত হতে হয়েছে। ১৯৪৭সে শুধু দেশ স্বাধীন হয়নি তার সঙ্গে হয়েছিল, দেশ ভাগ। আর হয়েছে জায়গা ভাগ , এমন কি ভাগ হয়েছে মানুষ ও । শুধু ভাগ হয়নি গান। ভাগ হয়নি শিল্প। ভাগ হয়নি লালন সাঁই ভাগ হয়নি বাউল ফকির। তাই দুই বাঙলার লোকও শিল্পীকে এক সুতোয় গাঁথার এক অভিনব প্রয়াস চলছে হুগলির জিরাটে। শুরু হয়েছে সেখানে দুই বাংলার অবিভক্ত গানের মেলা লালন উৎসব।
advertisement

এপার বাংলা ওপার বাংলার মধ্যে যে কাঁটাতারের বেড়া, তাকে অতিক্রম করে পাখির মতন উড়ে বেড়ায় বাউল ফকিরদের গান। দুই দেশের মধ্যেই বাজে একই গানের সুর। জিরাট লালন উৎসবে সেই গানের সুর শুনতেই প্রতিদিন ভিড় জমাচ্ছেন জেলার বিভিন্ন প্রান্তের মানুষ।

আরও পড়ুন: মদ্যপ অবস্থায় রাস্তার উপর মোটরবাইকে বসে আড্ডা! প্রতিবাদ করায় ৪ যুবকের হাতে আক্রান্ত দুই

advertisement

সামনেই জয়দেবের মেলা, জয়দেবের মেলা বাউল সংগীত শিল্পীদের কাছে এক মিলন উৎসব। সেই মিলন উৎসবের আগে আবারও এক অন্য মিলন উৎসবে দেখা গেল দেশের নামজাদা বাউল শিল্পীদের। বাংলাদেশ থেকে বহু বাউল শিল্পী তারা গান শোনাতে এসেছেন জিরাটের এই লালন উৎসবে।

advertisement

একইসঙ্গে এই বাংলার বহু বাউল ফকির রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন মাটির গানের টানে। ১১ ই জানুয়ারি থেকে শুরু হয়েছে জিরাটের বাউল ফকির দের নিয়ে লালন উৎসব চলে ১৪ জানুয়ারি পর্যন্ত। রাজ্যের বিভিন্ন জেলা ও বাংলাদেশ থেকে যেমন আসছেন শিল্পীরা তেমনি রাজ্যের নানান এই গান শুনতে শ্রোতারাও আসছেন দেশ বিদেশ থেকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: কাঁটা তারের দূরত্ব ঘোচাচ্ছে বাউল গান! দুই বাংলার লোকশিল্পীদের মিলন ক্ষেত্র লালন উৎসব 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল