শহর যখন ঘুম ভেঙে জেগে উঠছে সেই সময়ে পথচলতি এক ঝাঁক মানুষের মাঝে বাউলের সুর পৌঁছে দেয় এই শহরেরই নতুন ও পুরনো কিছু শিল্পী। ডায়মন্ডহারবার শহরের বুকে বিভিন্ন জায়গায় এই বাউল সম্প্রদায় তাদের গানের ডালি নিয়ে উপস্থিত হয়। তাদের দেখতে বিভিন্ন জায়গায় লোকজন জড়ো হয়। শহরের বুকে হঠাৎ এই গান বাজনা ডায়মন্ডহারবারকে যেন একটি অন্য পরিবেশে নিয়ে যায়। এই প্রভাতী পরিক্রমা চলবে বলে জানিয়েছেন শিল্পীরা।
advertisement
এ নিয়ে তরুণ বাউল আ্যঞ্জি জেন জানিয়েছেন, প্রভাতী পরিক্রমা বাংলার সংস্কৃতি। সেটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই প্রয়াস। শুধু প্রভাতী নয়, সকাল সন্ধ্যার বাউলের আড্ডা অথবা আরও অন্যান্য সাংস্কৃতিক চর্চা এভাবে ছড়িয়ে পড়ুক সকলের মধ্যে। তার একটি অংশ হিসাবে এই প্রভাতী অনুষ্ঠান করা হয়েছে। গান গাইতে গাইতে গোটা শহর পরিক্রমা করছেন তারা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ নিয়ে সমীর দাস বাউল জানিয়েছেন, মানুষের কাছ থেকে ভাল সাড়া মিলেছে এ নিয়ে। ফলে উৎসাহ বাড়ছে। তাঁরা চান, আরও অনেকেই এগিয়ে আসুক তাদের সঙ্গে। মুক্ত চিন্তার প্রসার, চৈতন্য ভাবধারার উদয়-সহ বিশ্বজুড়ে শান্তির ধ্বনি আবার ছড়িয়ে পড়ুক এটাই চাইছেন তাঁরা। এই লক্ষ্যে সারাবছর কাজ করতে চাইছেন বাউল-ফকির সম্প্রদায়।





