Gangasagar: গঙ্গাসাগরের সমুদ্র ভাঙন রুখতে এবার নেদারল্যান্ডসের প্রযুক্তির দ্বারস্থ রাজ্য সরকার! পরিদর্শনে চার ডাচ প্রতিনিধি
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Gangasagar: গঙ্গাসাগরের সমুদ্র ভাঙন রোখার জন্য নেদারল্যান্ডসের প্রযুক্তির দ্বারস্থ রাজ্য সরকার। নেদারল্যান্ডস থেকে আসা চার প্রতিনিধি ইতিমধ্যেই সমুদ্র ভাঙন পরিদর্শন করেছেন।
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: গঙ্গাসাগরের সমুদ্র ভাঙন রোখার জন্য নেদারল্যান্ডসের প্রযুক্তির দ্বারস্থ রাজ্য সরকার। ইতিমধ্যে নেদারল্যান্ডসের প্রতিনিধি দলের সঙ্গে রাজ্যের সেচ দফতর ও স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের ভাঙন রাখার জন্য একাধিক বৈঠক হয়েছে।
সমুদ্রের ভাঙনে দুশ্চিন্তা বাড়ছে গঙ্গাসাগরে। পাড় ভেঙে ক্রমশ এগিয়ে আসছে সমুদ্র। কপিলমুনির মন্দিরও আগামী দিনে সমুদ্রের তলায় চলে যেতে পারে বলে আশঙ্কা ওয়াকিবহাল মহলের। গঙ্গাসাগরের পাশাপাশি গোটা সুন্দরবনকে ভয়াবহ ভাঙন থেকে রুখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ শীত পড়তেই আখের রস থেকে গুড় বানানো শুরু, গরম গরম গুড়ের স্বাদ নিতে ভিড় করছেন ক্রেতারা, রইল পদ্ধতি
গঙ্গাসাগরের কপিলমুনির মন্দিরের সামনে সমুদ্র ভাঙন পরিদর্শন করলেন নেদারল্যান্ডস থেকে আসা চার সদস্যের প্রতিনিধি দল। সমুদ্রকে আটকাতে রিং বাঁধ তৈরির পরিকল্পনা করা হচ্ছে বলে খবর।
advertisement
advertisement
কপিলমুনি মন্দির থেকে সমুদ্র সৈকতের দূরত্ব এই মুহূর্তে আনুমানিক প্রায় ২০০ মিটার।
সমুদ্রের প্রবল ভাঙনের জেরে সাগরদ্বীপ এবং গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণও ক্রমশ ছোট হচ্ছে। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ গঙ্গাসাগর মেলায় হাজির হন দূরদূরান্ত থেকে। কিন্তু ফি বছরই সাগরতটের বিভিন্ন জায়গা ভাঙনের কবলে পড়ে। ফলে দুশ্চিন্তাও বাড়ছে এই এলাকা নিয়ে। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য নেদারল্যান্ডসের সঙ্গে যোগাযোগ করা হয়।
advertisement
আরও পড়ুনঃ শীত পড়তেই আবার ম্যানগ্রোভে কোপ, ফাঁকা হচ্ছে সুন্দরবন! রায়দিঘিতে ক্ষুব্ধ স্থানীয়রা প্রশাসনের দারস্থ
ভাঙন রোধ করার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০ মিটার এবং সমুদ্রগর্ভ থেকে ৩০০ মিটার এলাকা নিয়ে একটি কংক্রিটের রিংবাঁধ তৈরি করা হবে। বিশালাকার ঢেউগুলিকে উপকূলে আসার আগেই ভেঙে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। ফলে সরাসরি উপকূলে আর আঘাত করতে পারবে না সমুদ্র। ফলে ভূমিক্ষয় অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে। নেদারল্যান্ডসের প্রতিনিধি দলের এক সদস্য তেমনই জানিয়েছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে গঙ্গাসাগরে ভাঙন রোধ করা হবে। এমনটাই জানিয়েছেন রাজ্য সরকারের আধিকারিকেরা। ১ থেকে ৬ নম্বর স্নানঘাট পর্যন্ত স্থায়ী কংক্রিটের নদী বাঁধ নির্মাণ করা হবে। এজন্য একশো কোটি টাকা খরচের কথাও জানানো হয়েছে। এই কাজ শেষ হতে দু’বছর সময় লাগবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
November 14, 2025 4:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gangasagar: গঙ্গাসাগরের সমুদ্র ভাঙন রুখতে এবার নেদারল্যান্ডসের প্রযুক্তির দ্বারস্থ রাজ্য সরকার! পরিদর্শনে চার ডাচ প্রতিনিধি

