ডুব দিলেই নাকি মেলে চাকরি, সুস্থ হয় শরীর, মেলে সন্তান এই বিশ্বাস থেকেই হাবরার বানিপুরের ইতনা কলোনীর কামনা পুকুরে নেমেছিল মানুষের ঢল। প্রায় কয়েক হাজার মানুষ ডুব দিলেন এই কামনা পুকুরে। দূর দূরান্ত থেকেও বহু মানুষ এসেছেন পুকুরের জলে স্নান করে নিজের মন বাসনা পূরণ করতে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
স্নান করতে আসা মানুষজন জানান, এই পুকুরে ডুব দিয়েই মনোবাসনা পূর্ণ হয়। অসুস্থ শরীরও হয়েছে সুস্থ। বেকারত্ব কাটিয়ে মিলেছে চাকরি। লোকমুখে এই কামনা পূরণের কথা চাউর হতেই, দূর-দূরান্ত থেকে মানুষজন আসেন একবার এই পুকুরে ডুব দিতে। দীর্ঘদিন সন্তান না হওয়ায় নানা সমস্যা মুখে পড়তে হচ্ছিল এক গৃহবধূকে, মনের ইচ্ছা নিয়ে এই পুকুরে ডুব দিতেই কয়েক মাসের মধ্যে কোলে আসে সন্তান বলেও জানান।
বিগত কয়েক বছর ধরে মনের ইচ্ছা নিয়ে মানুষজন কামনা পুকুরে ডুব দেন ভক্তি করে। সকাল থেকে এলাকা বাসীদের দেখা গেল এই পুকুরে স্নান করতে। আট থেকে আশি সকলেই একবার ডুব দিচ্ছেন পুকুরের জলে। চলে বিশেষ পুজোপাঠ। মনের ইচ্ছা পূরণ হলে অনেকেই দেন ভান্ডারা। তাই ভোগ প্রসাদেরও আয়োজন রাখা হয় পুকুরের স্নান করা মানুষজনকে খাওয়াতে। সঙ্গে চলে কাসর ডঙ্কা নিশান নিয়ে হরিনাম সংকীর্তন। তাই ইচ্ছা পূরণের পুকুরে মনের ইচ্ছা জানিয়ে স্নান করতে যেন গোটা এলাকায় ধরা পড়ছে উৎসবের মেজাজ।
Rudra Narayan Roy