ভাঙাচোরা ছাদ, টপটপ করে জল পড়ছে দোকানে। প্লাস্টিক-ত্রিপল খাটিয়ে কোনও রকমে চলছে ব্যবসা। ব্যবসায়ীরা বলেন, বছরের পর বছর ট্যাক্স দিলেও সংস্কারের কোনও উদ্যোগ নেই, প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কায় থাকতে হচ্ছে।
advertisement
২০১৩ সালে তৎকালীন বিধায়ক নারায়ণ মুখোপাধ্যায়ের উদ্যোগে ১৬ লক্ষ টাকা ব্যয়ে তিনতলা সূর্যকান্ত মার্কেট তৈরি হয়েছিল। আধুনিক বাজার গড়ার পরিকল্পনা ছিল। এরপর এক দশক কেটে গিয়েছে। ভবনের দু’তলা-তিনতলা আজ পরিত্যক্ত, আবর্জনায় ভরে দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে বাজার চত্বরে এখনও রাস্তায় বসতে বাধ্য হচ্ছেন মাছ-সবজিওয়ালারা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে মাছবাজারের ছাদে জন্মেছে ঘাসের জঙ্গল। ভাঙাচোরা ছাদ যে কোনও সময় প্রাণহানি ডেকে আনতে পারে। বাজারের সম্পাদক প্রদীপ কুন্ডুর অভিযোগ, একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনও ফল মেলেনি। শান্তনু চক্রবর্তী প্রশাসনের গাফিলতির দিকে আঙুল তুলেছেন। কবে হবে বাজার সংস্কার? কবে নিশ্চিন্ত মনে কেনাকাটা করতে পারবেন মানুষ? সেই প্রশ্নের উত্তর না পেয়ে আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন বসিরহাটের এই বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা।