৪০-৫০%...! ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ী, গরিব কৃষকদের কথা ভেবে বড় সিদ্ধান্ত, আর বঞ্চিত হতে হবে না! বিস্তারিত জানুন

Last Updated:

Baghmundi Krishak Bazar: কৃষকদের কথা চিন্তা করে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতি। নতুন আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছেন তাঁরা

+
বাঘমুন্ডি

বাঘমুন্ডি কৃষক বাজার

বাঘমুন্ডি, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ী ও কৃষকদের কথা চিন্তা করে তৈরি হয়েছে বাঘমুন্ডি কৃষক বাজার। এই কৃষক বাজারের উপর নির্ভর করে আগামী দিনে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করতে চলেছেন তাঁরা। সম্প্রতি এই কৃষক বাজারে স্টল বিতরণ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।
সেখানে বলা হয়েছিল, যে যত বেশি টাকা দিতে পারবেন সে সেই স্টল পাবেন। ‌অর্থাৎ এই প্রক্রিয়া পুঁজিপতিদের জন্য লাভজনক হলেও এতে গরিব, ক্ষুদ্র কৃষক ও ব্যবসায়ীরা সমস্যার সম্মুখীন হতেন। তাঁরা কৃষক বাজারে স্টল পাওয়া থেকে বঞ্চিত হতে পারতেন। সেই কারণে অসন্তোষ প্রকাশ করেন স্থানীয় কৃষক থেকে ব্যবসায়ীরা। কৃষকদের কথা চিন্তা করে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতি। নতুন আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছেন তাঁরা।
advertisement
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে বাংলাদেশ পালানোর চেষ্টা! কিশোরী ধরা পড়তেই সব ফাঁস…! সামনে চাঞ্চল্যকর তথ্য
এই বিষয়ে বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস মেহতা বলেন, যে উদ্দেশ্য নিয়ে এই কৃষক বাজারে স্টল বিতরণ শুরু করা হয়েছে তা থেকে বঞ্চিত হচ্ছেন ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ী ও কৃষকেরা। তাই আলোচনার মধ্য দিয়ে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করতে চলেছেন তাঁরা।
advertisement
advertisement
রেশন কার্ডে ডবলএওয়াই (AAY) যাদের রয়েছে, সেই সমস্ত কৃষক ও ব্যবসায়ীদের জন্য ৪০-৫০ শতাংশ স্টল ধার্য করা হচ্ছে। এতে ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ী ও গরিব কৃষকেরা অনায়াসেই এই কৃষক বাজারে স্টল পাবেন। তবে ফর্ম ফিলাপের আবেদনের মূল্য ৫০০ টাকাই রাখা হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে আগামী সোমবার থেকেই সকলে আবেদন করতে পারবেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সম্প্রতি রাজ্যের কৃষি ও বিপণন মন্ত্রী বেচারাম মান্না সুইসা, বলরামপুর সহ বিভিন্ন এলাকার কৃষক বাজার পরিদর্শন করেন। তারপরেই এই দোকানঘর বন্টনের প্রক্রিয়ায় এলাকার কৃষক থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা আনন্দে ছিলেন। কিন্তু ফর্ম হাতে নিতেই তাঁদের এই আনন্দ নিরানন্দে পরিণত হয়েছিল। নিরাশ হয়েছিলেন বেকার ছেলে-মেয়েরা। তবে সম্প্রতি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে নতুন নির্দেশিকা জারি করায় কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৪০-৫০%...! ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ী, গরিব কৃষকদের কথা ভেবে বড় সিদ্ধান্ত, আর বঞ্চিত হতে হবে না! বিস্তারিত জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement