জানা গিয়েছে, আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল অভিযুক্ত। সেই সময় এক শিক্ষক মোটরবাইক চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ কেনা ওই শিক্ষকের বাইকের সামনে গিয়ে ধাক্কা মারে বলে অভিযোগ। তারপরেই সেই শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে মারতে উদ্যত হয় অভিযুক্ত। সেই সময় শিক্ষকের চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে হাতেনাতে পাকড়াও করে কেনাকে।
advertisement
আরও পড়ুন : নেপালে আটকে বাঁকুড়ার ৩০০ শ্রমিক! দেশে ফেরা তো দূরের কথা, ঘর থেকেও বেরোনো নিষেধ
তার কাছ থেকে এলাকার মানুষ উদ্ধার করে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি ধারালো অস্ত্র। এরপর বসিরহাট থানায় খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ এসে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে নিয়ে যায়। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাই, রাহাজানির একাধিক অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে বিভিন্ন থানায়।
আরও পড়ুন : সিভিক ভলান্টিয়ার পেশা হলেও, সাপ ধরতে এক্সপার্ট! ফোন এলেই ডিউটির মাঝেও ছুটে যান
দীর্ঘদিন ধরে পুলিশ খোঁজাখুঁজি করছিল কেনাকে। তারপর এদিন গ্রামবাসীদের হাতে আটক হওয়ার পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। এলাকাবাসীদের দাবি, এই দুষ্কৃতী দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় চুরি ছিনতাই করত। তাকে হাতেনাতে পাকড়াও করা হয়েছে। অভিযুক্তকে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।