অ্যাকুরিয়ামে পালনের উপযোগী এই মাছটি এখন নদী, খাল, পুকুর ও চাষের ভেড়িতেও দেখা যাচ্ছে। দেখতে নিরীহ হলেও এটি দেশীয় মাছের জন্য সাংঘাতিক ক্ষতিকর। এরা জলজ পোকামাকড়, শ্যাওলা, এমনকি ছোট মাছ ও পোনা পর্যন্ত খেয়ে ফেলে। এতে খাদ্যের যোগান কমে যায়, ফলে দেশীয় মাছ বাঁচতে পারে না।
advertisement
সবচেয়ে বড় বিপদ হল, এই মাছের পাখনা অত্যন্ত ধারাল হয়। অন্য মাছের সঙ্গে সংঘর্ষে সহজেই আঘাত করে দেয়, যার ফলে সংক্রমণ ও পচনের কারণে অনেক মাছ মারা যায়। চাষিদের অভিযোগ, একবার কোনও জলাশয়ে এই মাছ ঢুকে পড়লে তা নির্মূল করা কার্যত অসম্ভব। খাদ্য ও বাসস্থানের প্রতিযোগিতায় রুই, কাতলা, মৃগেল-সহ দেশীয় মাছ ক্রমশ হারিয়ে যাচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় এক মাছ চাষি জানান, ‘গত কয়েক বছর থেকে আমাদের ভেড়িতে এই মাছ দেখা যাচ্ছে। এখন প্রায়ই জালে ধরা পড়ে। পুকুরে যত খাবার দিই, সব খেয়ে নিচ্ছে এই বিদেশি মাছ। ফলে উৎপাদন অর্ধেকেরও কমে গিয়েছে’। এই মাছ একবার কোন অঞ্চলে ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণ করা কঠিন। এর প্রভাবে শুধু মাছ চাষ নয়, জলাশয়ের পরিবেশগত ভারসাম্যও নষ্ট হচ্ছে।