ইতিমধ্যে একের পর এক বিস্ফোরণ ও নাশকতায় কেঁপে উঠেছে রাজধানী দিল্লি থেকে ভূস্বর্গ কাশ্মীর পর্যন্ত। তাই নিরাপত্তায় কোনও রকম ঢিলেমি রাখতে চাইছে না প্রশাসন। এদিন সকাল থেকেই উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে বসিরহাট মহকুমার স্বরূপনগর, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়া, হেমনগর ও বসিরহাট সহ সীমান্তবর্তী থানা এলাকাগুলিতে জোর কদমে চলছে নাকা চেকিংয়ের প্রক্রিয়া।
advertisement
আরও পড়ুন : মাঠ তো নয়, যেন সাফল্যের কারখানা! শালবনিতে অনুশীলন করে মিলেছে নাম-যশ, স্বপ্ন নিয়ে প্রতিদিন আসে শয়ে শয়ে পড়ুয়া
সীমান্ত থেকে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করা প্রতিটি গাড়িকে নজরে রাখছে সীমান্ত রক্ষী বাহিনী ও বসিরহাট পুলিশ জেলার আধিকারিকরা। বাস, অটো, টোটো সহ সবরকম যাত্রীবাহী ছোট- বড় গাড়ি, পণ্যবাহী লরি এমনকী বাইক, সবকিছুকেই দাঁড় করিয়ে চলছে কড়া নাকা চেকিংয়ের প্রক্রিয়া।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, একদিকে গত সপ্তাহে দিল্লি ও কাশ্মীরে পরপর নাশকতা, অন্যদিকে প্রতিবেশী দেশের সম্ভাব্য অশান্ত পরিস্থিতি, দুইয়ের জেরেই যথেষ্ট সতর্ক ভারতীয় প্রশাসন। ক্যামেরার সামনে প্রশাসনিক আধিকারিকরা মুখ না খুললেও পক্ষান্তরে স্বীকার করছেন, সবরকম পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।






