মাঠ তো নয়, যেন সাফল্যের কারখানা! শালবনিতে অনুশীলন করে মিলেছে নাম-যশ, স্বপ্ন নিয়ে প্রতিদিন আসে শয়ে শয়ে পড়ুয়া

Last Updated:

Football Practice : নেতাজি সুভাষচন্দ্র বসু ক্রীড়াঙ্গনে খেলাধুলোই দিশা দেখাচ্ছে কচিকাঁচাদের। এই জায়গা জঙ্গলমহল যুবসমাজের অন্যতম ভরসাস্থল। 

+
খেলার

খেলার মাঠ

শালবনী, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান : নেতাজি সুভাষচন্দ্র বসু ক্রীড়াঙ্গনে খেলাধুলোই দিশা দেখাচ্ছে কচিকাঁচাদের। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী এলাকায় অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু ক্রীড়াঙ্গন আজ জঙ্গলমহল এলাকার কচিকাঁচা ও যুবসমাজের অন্যতম ভরসাস্থল। এখানকার এই মাঠে প্রতিদিনই ভিড় জমায় শত শত ছাত্রছাত্রী। তাদের একটাই লক্ষ্য, নিয়মিত অনুশীলনের মাধ্যমে দক্ষতা বাড়িয়ে রাজ্যস্তরে কিংবা জাতীয় স্তরে নিজেদের প্রতিষ্ঠিত করা।
২০১১ সালে প্রথম আয়োজন করা হয় শালবনি জাগরণ জঙ্গলমহল কাপ। সেই আয়োজন থেকেই শুরু হয় ছাত্রছাত্রীদের নিয়মিত ফুটবল প্রশিক্ষণ। এরপর ধাপে ধাপে বাড়তে থাকে সাফল্যের ইতিহাস। ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে শালবনির মহিলা ফুটবল দল রাজ্যস্তরে চ্যাম্পিয়ন হয়ে নতুন দিগন্ত উন্মোচন করে ২০২২ সালে শালবনি একাডেমির প্রতিভাবান কিছু মহিলা ও যুবক খেলোয়াড় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে চাকরির সুযোগ পান।
advertisement
advertisement
যা এই এলাকার আরও অনেক খেলোয়াড়কে উৎসাহিত করেছে। বর্তমানে এই ক্রীড়াঙ্গনে অনুশীলন করে বেঙ্গল টিমে খেলছে বহু ছাত্রছাত্রী। শুধু তাই নয়, প্রতিনিয়ত ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতা ও লিগে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার নজিরও গড়ছে এই মাঠের খেলোয়াড়রা। প্রতিদিন সকাল-বিকেল মিলিয়ে প্রায় ২০০ জন ছাত্রছাত্রী অনুশীলন করতে আসে এই মাঠে। এর মধ্যে ১৭ বছরের নিচে প্রায় ১০০ জন পড়ুয়া নিয়মিত প্র্যাকটিসে অংশ নেয়। খেলাধুলার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে চায় তারা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অনুশীলনের মধ্যেই তারা শিখছে শৃঙ্খলা, ধৈর্য, মনোযোগ এবং দলগত মানসিকতা। যা ফুটবলকে শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ রাখেনি, বরং জীবনের পথও দেখাচ্ছে। যেখানে বর্তমান প্রজন্মের বহু তরুণ-তরুণী মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে, সেখানে জঙ্গলমহল এলাকার শালবনির এই ক্রীড়াঙ্গন এখনও খেলাধুলার প্রতি টান ধরে রাখতে সক্ষম হয়েছে। ফুটবল কোচ এবং এলাকার মানুষজনের মতে, এখানকার শিশু-কিশোরদের উচ্ছ্বাস, পরিশ্রম এবং নিষ্ঠাই প্রমাণ করে, খেলাধুলার শক্তি আজও জঙ্গলমহলের মানুষের মনে অনুরণিত। নেতাজি সুভাষচন্দ্র বসু ক্রীড়াঙ্গন তাই শুধু একটি মাঠ নয়, বহু পরিবারের স্বপ্ন, আশা এবং ভবিষ্যতের আলো হয়ে উঠেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাঠ তো নয়, যেন সাফল্যের কারখানা! শালবনিতে অনুশীলন করে মিলেছে নাম-যশ, স্বপ্ন নিয়ে প্রতিদিন আসে শয়ে শয়ে পড়ুয়া
Next Article
advertisement
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
  • সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র !

  • আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা

  • তার পরে তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে

VIEW MORE
advertisement
advertisement