পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের বলরামপুর ও গন্ডা জেলার বেশকিছু পুণ্যার্থী একটি বাসে করে তীর্থযাত্রার উদ্দেশে রওনা দেন। দেওঘর হয়ে গঙ্গাসাগর যাওয়ার পথে বুধবার ভোরে হুগলির বসিপুরে ১৯ নং জাতীয় সড়কের উপর তাঁদের বাস দুর্ঘটনার কবলে পড়ে।
আরও পড়ুনঃ মণ্ডপ জুড়ে রোপন করা হয়েছে ধান! সিলিংয়ে ঝুলছে খড়! পুজোর থিমে ‘অন্নদাতা’র কাহিনী, কোথায় জেনেন?
advertisement
পুণ্যার্থীবোঝাই সেই বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা লরির পিছনে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রামদেব মিশ্রা (৪৫) নামে এক ব্যক্তি। তাঁর বাড়ি উত্তরপ্রদেশের বলরামপুরে।
জানা যাচ্ছে, এদিন দ্রুতগতিতে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে পুণ্যার্থীবোঝাই বাস। ঘটনায় আহত হন কমপক্ষে ৩০ জন। গুড়াপ থানার পুলিশ তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠালে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিরা সকলে চিকিৎসাধীন। যান্ত্রিক ত্রুটি নাকি চালক ঘুমিয়ে পড়েছিলেন? দুর্ঘটনার কারণ কী খতিয়ে দেখছে গুড়াপ থানার পুলিশ।