আরও পড়ুন: সেজে উঠছে শৈলশহর, থাকবে নয়া নয়া অনেক চমক! দার্জিলিং কেমন হবে? জানুন
অযোধ্যা পাহাড়তলির বাঘমুন্ডিতে অবস্থিত চড়িদা গ্রাম। একেই মুখোশের আঁতুর ঘর বলা হয়। এই গ্রামে রয়েছে বহু মুখোশ শিল্পী। তাঁদের হাতে তৈরি মুখোশের দেশে-বিদেশে সর্বত্র ব্যাপক কদর। কমবেশি সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগে থাকে এই গ্রামে। সেই পর্যটকদের মুখোশ বিক্রি করেই এই গ্রামের মানুষের সংসার চলে। দোলের সময় স্বাভাবিকভাবেই পর্যটকের ঢল নামবে। সেই সময় দুটো বাড়তি রোজগার হবে বলে আশা এখানকার মুখোশ শিল্পীদের।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
চড়িদার মানুষ ছৌ মুখোশ তৈরি করেন। এর চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। পুরুলিয়ায় বেড়াতে আসা বেশিরভাগ পর্যটকই স্মৃতি হিসেবে এই মুখোশ নিয়ে যেতে পছন্দ করেন। বসন্ত উৎসবে পর্যটকদের ঢল আরও বাড়ে। তাই মুখোশ ব্যবসায়ীরাও তাঁদের ব্যবসার শ্রী বৃদ্ধির আশায় রয়েছেন।
শর্মিষ্ঠা ব্যানার্জি