Darjeeling Tourism: সেজে উঠছে শৈলশহর, থাকবে নয়া নয়া অনেক চমক! দার্জিলিং কেমন হবে? জানুন
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দার্জিলিং ঘুরতে আসা পর্যটকরাও কিছুদিন পরে নতুন রূপে দেখতে পাবে প্রিয় শৈল শহরকে
দার্জিলিং: নতুন রূপে হাজির হবে শৈল শহর। দার্জিলিং-কে ঢেলে সাজানোর কাজ শুরু হল। দার্জিলিং পুরসভা নিজেই এই কাজ করবে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে তার সূচনা হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দার্জিলিং ঘুরতে আসা পর্যটকরাও কিছুদিন পরে নতুন রূপে দেখতে পাবে প্রিয় শৈল শহরকে।
আরও পড়ুন: শিবরাত্রির পুজো দিতে ভারত পেরিয়ে ভুটানে ভক্তরা! জয়ন্তী পাহাড়ের বড় মহাকাল ধামে উপচে পড়া ভিড়
দার্জিলিং পুর এলাকায় ৭০ টি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন পুরপ্রধান দীপেন ঠাকুরি। প্রায় ৮ কোটি টাকা খরচ করে শহরকে ঢেলে সাজানোর এই কাজ শুরু হতে চলেছে। এরমধ্যে পানীয় জল, পথবাতি, রাস্তা, সুলভ শৌচালয় তৈরির মত বহু প্রকল্প হাতে নেওয়া হয়েছে যার ফলে স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও সুবিধা হবে।
advertisement
advertisement
এই মেগা শিলান্যাস অনুষ্ঠানে পুরপ্রধান ছাড়াও উপস্থিত ছিলেন দার্জিলিঙের উপ-পুরপ্রধান প্রতিভা রাই, কাউন্সিলর বিষ্ণু মল্ল, মুকুন্দ রাজ বরাইলি, গণেশ সার্কি, সিতম লামা, বিজয় গজমের, সুধা লামা’রা। ওই অনুষ্ঠানে শহরের ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নওশাদ রহমান দার্জিলিং পুরসভাকে একটি অ্যাম্বুলেন্স উপহার দেন। ফলে অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ আগামী দিনে আরও ভালভাবে করা যাবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই উদ্যোগ প্রসঙ্গে দার্জিলিঙের পুরপ্রধান দীপেন ঠাকুরি বলেন, শহর বড় হচ্ছে, প্রচুর লোকের আনাগোনা বেড়েছে। তাই এই ধরনের কাজ খুব স্বাভাবিক ছিল। গ্রিন সিটি মিশনের আওতায় পথবাতি লাগানোর কাজ খুব তাড়াতাড়ি শুরু করে দেওয়া হবে। এছাড়া ২০ টি ঝোরা সংস্কার, ৫৪ টি সুলভ শৌচালয় তৈরি করা হবে। সব মিলিয়ে দার্জিলিং-কে সম্পূর্ন নতুন রূপে সবার সামনে তুলে ধরতে উদ্যোগী পুরসভা।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 09, 2024 11:28 AM IST