TRENDING:

Santiniketan Basanta Utsav: ঐতিহ্যবাহী পৌষমেলা মিটেছে সাড়ম্বরে! বসন্ত উৎসবও হবে মহা ধুমধামে? জানুন

Last Updated:

Santiniketan Basanta Utsav: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসবে প্রবেশের অনুমতি মিলবে না সাধারণ পর্যটকদের। গত বছরের মতোই শুধুমাত্র বিশ্বভারতীর ছাত্র-ছাত্রী এবং শিক্ষকরাই নিজেদের মধ্যে এই উৎসব পালন করবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: সময়টা নেহাত কম না। দীর্ঘ প্রায় পাঁচ বছর পর প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কিছুদিন আগে সাড়ম্বরে পালিত হয়েছে বোলপুর শান্তিনিকেতন ঐতিহ্যবাহী পৌষমেলা। তাতেই খুশি হয়েছিলেন ব্যবসায়ীরা। ঠিক পৌষমেলা যেমন ঐতিহ্যবাহী ভাবে আয়োজন করা হয়েছিল তেমনই সবাই ভেবেছিল এ বছর পুরানো ছন্দে আবার ফিরবে বোলপুর শান্তিনিকেতনের বসন্ত উৎসব। তবে এ বছরও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসবে প্রবেশের অনুমতি মিলবে না সাধারণ পর্যটকদের। গত বছরের মতোই শুধুমাত্র বিশ্বভারতীর ছাত্র-ছাত্রী এবং শিক্ষকরাই নিজেদের মধ্যে এই উৎসব পালন করবেন।
advertisement

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতীর ঐতিহ্যবাহী বসন্তোৎসবে এক সময় দেশ থেকে বিদেশের পর্যটকদের সমাগম হত। তবে প্রসঙ্গত ২০২০ সালের পর থেকে নানা কারণে সেই উৎসবে সাধারণ মানুষের প্রবেশর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়। ২০২৩ এবং ২০২৪ সালেও শুধুমাত্র বিশ্বভারতীর পড়ুয়া,শিক্ষক ও আধিকারিকদের উপস্থিতিতে বসন্ত উৎসব পালন করা হয়।

advertisement

আরও পড়ুনঃ এগুলোই ‘সাইলেন্ট হার্ট অ্যাটাক’-এর লক্ষণ! কোন অঙ্গে কী সমস্যা হয়? শরীর খারাপ ভেবে ভুল করলে নিশ্চিত মৃত্যু

এবারও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দোলের আগেই এই উৎসব অনুষ্ঠিত হবে। অন্যদিকে বসন্ত উত্‍সব ‘উন্মুক্তভাবে’ না হওয়ায় হতাশ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা। তাঁদের আশঙ্কা, এভাবেই যদি প্রতিবছর ছাত্র শিক্ষকদের নিয়েই পালিত হয়,তাহলে আগামীদিনে আন্তর্জাতিক মানের এই উত্‍সব হারিয়ে যেতে পারে। বসন্ত উৎসব ঐতিহ্যবাহী না হওয়ার কারণে কার্যত মাথায় হাত হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা।

advertisement

View More

আরও পড়ুনঃ নিঃশব্দে লিভার নষ্ট করতে পারে রোজের ‘এই’ ৫ খাবার! অ্যালকোহলের চেয়ে অনেক বেশি ক্ষতি, ভুলেও মুখে দেবেন না

শান্তিনিকেতন ভ্রমণে আগত এক পর্যটক জানান বোলপুর শান্তিনিকেতনের বসন্ত উৎসবের সঙ্গে কবিগুরুর নানা স্মৃতি জড়িয়ে রয়েছে। যদি প্রত্যেক এমনভাবেই ঐতিহ্যবাহী বসন্ত উৎসবে না করেন বিশ্বভারতী কর্তৃপক্ষ তাহলে পর্যটকদের কাছে ধীরে ধীরে এই বসন্ত উৎসবের আকর্ষণ কমে যাবে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে কার্যত হতাশ পর্যটকরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Santiniketan Basanta Utsav: ঐতিহ্যবাহী পৌষমেলা মিটেছে সাড়ম্বরে! বসন্ত উৎসবও হবে মহা ধুমধামে? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল