পালটা বাবাকে ধাক্কা দেয় ছেলে। তাতেই উজ্জ্বলবাবু পড়ে গেলে তার গলা টিপে ধরা হয়। শ্বাসরোধ করে খুন করে ছেলে। আর তারপরেই ঘটে নারকীয় কাণ্ড৷ বারুইপুর খুনে পুলিশি তদন্তে উঠে এসেছে এমনই তথ্য৷
বাবাকে গলা টিপে খুন করে ছেলে৷ কিন্তু উজ্জ্বল মারা গিয়েছেন, বুঝতে পেরে মা ছেলে হতভম্ব হয়ে পড়ে। দেহ লোপাটের পরিকল্পনা করে। বাড়িতেই ছিল করাত। তা দিয়ে দেহ ছ’টুকরো করা হয়। তারপর তা বস্তাবন্দি করে সাইকেলে চাপিয়ে দেহের বিভিন্ন অংশ নানান জায়গায় ফেলে আসা হয়।
advertisement
আরও পড়ুন: এখনও ভেন্টিলেশনে লড়ছেন, শনিবার কেমন আছেন 'জিয়নকাঠি'র নায়িকা ঐন্দ্রিলা
আরও পড়ুন: ভেন্টিলেশনে কঠিনতর লড়াই ঐন্দ্রিলার, অভিনেত্রীর পাশে এ বার অরিজিৎ সিং
ঘটনা ঘটার পরের দিন অর্থাৎ ১৫ তারিখ ভোরবেলা মিসিং ডাইরি করা হয়। ছেলে ও মাকে আজ সকাল থেকেই দফায় ধরনের ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে পুলিশ। শেষে তাতেই ভেঙে পড়ে দু’জনেই। অবশেষে খুনের কথা স্বীকার করে তাঁরা। দেহের বাকি অংশ পাওয়া গেলেও কোমর ও পা এখনো পাওয়া যায়নি।
সম্প্রতি দিল্লিতে সন্ধান মেলে খুনি আফতাবের৷ যে তার প্রেমিকা শ্রদ্ধা ওয়ালকারকে মেরে, কেটে টুকরো করে ছড়িয়ে দিয়েছিল রাজধানীর বিভিন্ন অংশে৷ এ বার সেই আতঙ্কই ফিরল রাজ্যে৷ গত ১৭ নভেম্বর মল্লিকপুর রোডের ডিহি মদনমল্যর একটি পুকুর থেকে উদ্ধার করা হয় প্রাক্তন নৌসেনা কর্মীর অর্ধেক দেহ। তাঁর দেহের উপরের অংশ শুধু পাওয়া যায়৷ হাত, পা কাটা ছিল৷ সেই কাটা অংশের এখনও সন্ধান পায়নি পুলিশ৷
অর্পণ মণ্ডল
