তিনি প্রতিদিন প্রায় ৭৮০টি পথকুকুর ও বিড়াল খাইয়ে চলেছেন ও দেখাশোনাও করছেন। ব্যারাকপুর ওয়ারলেস মোড় থেকে পানিহাটি সুখচর পর্যন্ত প্রতিদিন এই পশুদের খোঁজে বেরিয়ে পড়েন তিনি। এমনও হয়, বহু পথকুকুর দিনের পর দিন খাবার পাচ্ছে না। এই অবিরাম বৃষ্টিতে চারিদিকে জলমগ্ন এলাকায় মানুষ এলাকা ছেড়ে চলে গেলেও, এই অবলারা যেতে পারছে না। তাদের পাশে দাঁড়িয়েছেন বিজয় বাবু।
advertisement
আরও পড়ুন : রাস্তার ধারে ঘুরছিলেন অসহায়ের মত! মহিলাকে একা পেয়ে যা করল পুলিশ…
বিজয়বাবুকে এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সোদপুরের একটি বেসরকারি স্কুল তাকে নিয়মিত খাবার দিয়ে সাহায্য করে। জলমগ্ন রাস্তায় যেসব কুকুর শুকনো ও উঁচু জায়গায় আটকে পড়েছে, তাদের কাছে পৌঁছে নিজে হাঁটু জলে নেমে হলেও অবলাদের দিয়ে চলেছেন খাবার। বৃষ্টি-জলে ভেজা, কাঁপতে থাকা এই প্রাণীদের পাশে দাঁড়ানো মানুষ আজ যেখানে বিরল, সেখানেই বিজয় সাউ এক অনন্য ব্যতিক্রম।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তার এই মানবিক উদ্যোগ সমাজের কাছে এক নিঃশব্দ বার্তা পৌঁছে দিচ্ছে। মনে করিয়ে দিচ্ছে মানবতা ধর্ম। সবাইকে ভালবাসা দিতে আগলে রাখার আনন্দ। যারা কিছু বলতে পারে না, তারাও অনুভব করছে, কেউ যেন পাশে আছে। আর এই অনুভূতিকে যিনি সর্বাগ্রে সকলের মাঝে তুলে ধরেছেন, তিনি বিজয় সাউ।