রাস্তার ধারে ঘুরছিলেন অসহায়ের মতো! মহিলাকে একা পেয়ে যা করল পুলিশ...
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
পুরুলিয়া জেলা পুলিশের আবারও মানবিক মুখ সামনে এল। গভীর রাত্রে জনশূন্য রাস্তায় ঘোরাফেরা করা এক অসহায় মহিলাকে উদ্ধার করে হোমে পাঠাল মানবাজার থানার পুলিশ।
lপুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলা পুলিশের আবারও মানবিক মুখ সামনে এল। গভীর রাত্রে জনশূন্য রাস্তায় ঘোরাফেরা করা এক অসহায় মহিলাকে উদ্ধার করে হোমে পাঠাল পুরুলিয়ার মানবাজার থানার পুলিশ। জানা যায়, মানবাজার-পুরুলিয়া রাজ্য সড়কের জিতুজুড়ি এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে ওই মহিলাকে আনমনা হয়ে ঘোরাঘুরি করতে দেখতে পান মানবাজার থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা।
তারপরেই ওই মহিলাকে তার পরিচয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে, কোনও সদুত্তর দিতে না পারলে সন্দেহ হয় পুলিশের। নিয়ে আসা হয় মানবাজার থানায়। সেখানেও পরিচয় সম্পর্কে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করলে নিজের নাম, পরিচয় কিছুই বলতে চাননি ওই মহিলা। অবশেষে মানবাজার থানার পুলিশ ওই মহিলাকে তুলে দেয় পুরুলিয়ার একটি বেসরকারি হোমে।
advertisement
advertisement
মানবাজার থানার পুলিশ সূত্রে জানা যায়, বর্তমানে ওই মহিলা সম্পূর্ণ নিরাপদে রয়েছেন। পুরুলিয়ার একটি হোমে পাঠান হয়েছে তাঁকে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, তাঁর পরিচয় সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হলেও তার পরিচয় সম্পর্কে কিছুই বলতে চাননি তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
অন্যদিকে বেসরকারি ওই হোমের সভাপতি সুজিত সুলতানিয়া জানান, “মানবাজার থানার পুলিশ আমাদের হাতে তুলে দিয়েছেন একজন মহিলাকে। হোমে আসার পর ওই মহিলা পুরোপুরিভাবে নিজের পরিচয় সম্পর্কে আমাদের না জানালেও, আমরা আশা করছি খুব শীঘ্রই তিনি তার পরিচয় সম্পর্কে জানাবেন। আমরাও চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তাঁর পরিবারের হাতে তাঁকে তুলে দেওয়ার।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 06, 2025 3:43 PM IST









