বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ হুগলি জেলার বিভিন্ন থানা এলাকায় একটানা অভিযান চালায়। সেই অভিযানে ধরা পড়ে দুষ্কৃতীরা।পুলিশ জানিয়েছে ধৃতদের নাম পীযূষ হালদার, মৃত্যুঞ্জয় সাহা ওরফে মনি ও মানু সাঁতরা ওরফে বিজয়। এদের মধ্যে পীযূষ জামালপুর থানার জৌগ্রাম পঞ্চায়েতের কলু পুকুর গ্রামের বাসিন্দা। বাকি দুই ধৃতের মধ্যে মৃত্যুঞ্জয় হুগলি জেলার শ্রীরামপুর এবং মানু হুগলির গুড়াপ থানায় এলাকার বাসিন্দা। এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: বড় ধাক্কা খেল সিবিআই, সুপ্রিম কোর্টে বিরাট স্বস্তি পেলেন অনুব্রত মণ্ডল!
এই তিন জনকেই বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। আরও চোরাই সামগ্রী উদ্ধার ও চক্রের বাকিদের হদিশ পেতে পুলিশ ধুতদের ১০ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছে।
আরও পড়ুন: শুভেন্দু অধিকারীকে ফলো? রাতের কাঁথিতে ভয়ানক কাণ্ড! দুই যুবককে ঘিরে বড় রহস্য
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরেই একটি চক্র মোবাইল ফোন চুরির বিষয়ে সক্রিয় রয়েছে বলে খবর ছিল। পুজোর আগে থেকেই এই চক্র টি এই জেলায় বেশ কয়েকটি অপরাধ ঘটিয়েছে। পুজো বা তার পরবর্তী সময়েও মোবাইল ফোন ও ইলেকট্রনিক সরঞ্জাম চুরির ঘটনা ঘটছিল। এ ব্যাপারে সব থানাকে সতর্ক করে দেওয়া হয়। তাছাড়াও রাস্তার সিসিটিভি ফুটেজের ওপরও নজর রাখা হচ্ছিল।
বুধবার গোপন সূত্র মারফত দুষ্কৃতীদের ব্যাপারে বেশ কিছু তথ্য পায় পুলিশ। এরপরই বিকেলে জামালপুর থানার পুলিশ অভিযানে নামে। হুগলি জেলার বিভিন্ন থানা এলাকায় একটানা অভিযান চালানো হয়।তাতেই এই তিন দুষ্কৃতিকে গ্রেফতার করা সম্ভব হয়।এদের বিরুদ্ধে অতীতে নানান অপরাধমূলক ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা দিয়েছে।