Anubrata Mondal: বড় ধাক্কা খেল সিবিআই, সুপ্রিম কোর্টে বিরাট স্বস্তি পেলেন অনুব্রত মণ্ডল!

Last Updated:

Anubrata Mondal: কলকাতা হাইকোর্ট সেই আবেদন খারিজ করে অনুব্রত মণ্ডলকে রক্ষাকবচ দিয়েছিল।

অনুব্রতর বড় স্বস্তি
অনুব্রতর বড় স্বস্তি
#নয়াদিল্লি: অনুব্রত মণ্ডলের মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল সিবিআই। ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই-এর দায়ের করা মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠাল শীর্ষ আদালত। ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে নিজেদের হেফাজতের চাইছে সিবিআই।
কলকাতা হাইকোর্ট সেই আবেদন খারিজ করে অনুব্রত মণ্ডলকে রক্ষাকবচ দিয়েছিল। এরপর হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে সিবিআই। সুপ্রিম কোর্ট সেই মামলায় ফের কলকাতা হাইকোর্টে আবেদন করার নির্দেশ দিল সিবিআইকে।
advertisement
ভোট পরবর্তী হিংসা মামলায় নিজেদের হেফাজতে নিতে চাইছে সিবিআই। তাই তারা আবেদন করেছে সুপ্রিম কোর্টে। এই মামলায় অনুব্রত মণ্ডলকে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেটাকেই চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে যায় সিবিআই। বিচারপতি হেমন্ত গুপ্ত এবং বিচারপতি বিভি নাগারত্নের ডিভিশন বেঞ্চে মামলাটি চলছে।
advertisement
সিবিআই সূত্রে খবর, গত ফেব্রুয়ারি মাসে ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে একাধিকবার তলব করা হয়েছিল। কিন্তু তখন হাজিরা এড়িয়ে যান তিনি। পরে গ্রেফতারের আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে যান। আদালত তদন্তে সহযোগিতা করতে হবে অনুব্রতকে বলে নির্দেশ দেয়। আর সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারবে না বলেও অন্তর্বর্তী নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন করে সিবিআই। সেখানে বলা হয়, অনুব্রতের রক্ষাকবচ আগাম জামিনের সমান। তাই রক্ষাকবচ খারিজ করার আর্জি জানান। কিন্তু সেই মামলা ফের হাইকোর্টে পাঠাল সুপ্রিম কোর্ট।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: বড় ধাক্কা খেল সিবিআই, সুপ্রিম কোর্টে বিরাট স্বস্তি পেলেন অনুব্রত মণ্ডল!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement