Bengal Bjp: 'সুব্রত চট্টোপাধ্যায়কে চাই', অমিতাভে অনাস্থা! বঙ্গ বিজেপিতে ফের প্রবল কোন্দল

Last Updated:

Bengal Bjp: দলের বর্তমান সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী থাকা সত্বেও পড়লো এই পোস্টার।

সুব্রত মুখোপাধ্যায়ের সমর্থনে পোস্টার
সুব্রত মুখোপাধ্যায়ের সমর্থনে পোস্টার
#Venkateswar Lahiri: বঙ্গ বিজেপির দলীয় সংগঠন নিয়ে ক্ষোভ। নেতৃত্ব বদলের দাবিতে জেলায় জেলায় পড়লো পোস্টার। পূর্ববর্তী সাধারণ সম্পাদক সংগঠন সুব্রত চট্টোপাধ্যায়কে দলে ফিরিয়ে আনার জন্য জেলায় জেলায় পড়লো পোস্টার।
প্রসঙ্গত, দলের বর্তমান সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী থাকা সত্বেও পড়লো এই পোস্টার। বঙ্গ বিজেপিতে ডামাডোল! রাতের অন্ধকারে ট্রেনে, স্টেশন চত্বরে, ফ্লাইওভারে পড়ল পোস্টার। কাঁচরাপাড়া মগরা, পূর্ব বর্ধমান, কল্যাণীতে পড়ল এই পোস্টার।
advertisement
'বঙ্গ বিজেপিকে বাঁচাতে সুব্রতকে চাই'। বঙ্গ বিজেপির হাল ফেরাতে ১৮ লোকসভা আসন জয়ের অন্তরালের কারিগর সুব্রত চট্টোপাধ্যায়কে অবিলম্বে সংগঠনে ফেরাতে হবে'। পোস্টারে উল্লেখ রয়েছে এমনই। অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে 'অনাস্থা' দলেই!
advertisement
বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে। অমিতাভের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠায় গত সেপ্টেম্বর মাসে তাঁর ক্ষমতা খর্ব করা হয়। যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) পদে আনা হয় সতীশ ধন্ডকে। আর এবার পোস্টার পড়লো অমিতাভকে কার্যত সরানোর। যা নিয়ে পঞ্চায়েত ভোটের আগে গেরুয়া শিবির যে চরম অস্বস্তিতে পড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Bjp: 'সুব্রত চট্টোপাধ্যায়কে চাই', অমিতাভে অনাস্থা! বঙ্গ বিজেপিতে ফের প্রবল কোন্দল
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement