Bengal Bjp: 'সুব্রত চট্টোপাধ্যায়কে চাই', অমিতাভে অনাস্থা! বঙ্গ বিজেপিতে ফের প্রবল কোন্দল
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Bengal Bjp: দলের বর্তমান সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী থাকা সত্বেও পড়লো এই পোস্টার।
#Venkateswar Lahiri: বঙ্গ বিজেপির দলীয় সংগঠন নিয়ে ক্ষোভ। নেতৃত্ব বদলের দাবিতে জেলায় জেলায় পড়লো পোস্টার। পূর্ববর্তী সাধারণ সম্পাদক সংগঠন সুব্রত চট্টোপাধ্যায়কে দলে ফিরিয়ে আনার জন্য জেলায় জেলায় পড়লো পোস্টার।
প্রসঙ্গত, দলের বর্তমান সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী থাকা সত্বেও পড়লো এই পোস্টার। বঙ্গ বিজেপিতে ডামাডোল! রাতের অন্ধকারে ট্রেনে, স্টেশন চত্বরে, ফ্লাইওভারে পড়ল পোস্টার। কাঁচরাপাড়া মগরা, পূর্ব বর্ধমান, কল্যাণীতে পড়ল এই পোস্টার।
advertisement
'বঙ্গ বিজেপিকে বাঁচাতে সুব্রতকে চাই'। বঙ্গ বিজেপির হাল ফেরাতে ১৮ লোকসভা আসন জয়ের অন্তরালের কারিগর সুব্রত চট্টোপাধ্যায়কে অবিলম্বে সংগঠনে ফেরাতে হবে'। পোস্টারে উল্লেখ রয়েছে এমনই। অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে 'অনাস্থা' দলেই!
advertisement
বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে। অমিতাভের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠায় গত সেপ্টেম্বর মাসে তাঁর ক্ষমতা খর্ব করা হয়। যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) পদে আনা হয় সতীশ ধন্ডকে। আর এবার পোস্টার পড়লো অমিতাভকে কার্যত সরানোর। যা নিয়ে পঞ্চায়েত ভোটের আগে গেরুয়া শিবির যে চরম অস্বস্তিতে পড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 11, 2022 12:02 PM IST