এদিন বিকেলে বর্ধমানের(Bardhaman News) টাউন হল থেকে শোভাযাত্রা শুরু হয়। জি টি রোড ধরে কার্জন গেট হয়ে বাদামতলা দিয়ে শোভাযাত্রা অরবিন্দ স্টেডিয়ামে পৌঁছয়। শোভাযাত্রায় সব দলের প্রতিনিধিরা অংশ নেয়। এই প্রতিযোগিতার আয়োজক কমিটির অন্যতম কর্মকর্তা উত্তম সেনগুপ্ত বলেন, রাজ্য ভলিবল ফেডারেশন এই প্রতিযোগিতা আয়োজনের সুযোগ করে দিয়েছে। সফলভাবে প্রতিযোগিতা সম্পূর্ণ করার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
advertisement
ভারতের বিভিন্ন প্রদেশ থেকে পুরুষ ও মহিলা বিভাগে মোট ৫৪ টি দল অংশ নিচ্ছে। পুরুষ বিভাগে রয়েছে ২৮ টি দল। মহিলাদের ২৬ টি দল রয়েছে(Bardhaman News)। প্রাথমিক পর্যায়ের খেলাগুলি হচ্ছে অরবিন্দ স্টেডিয়াম ও অগ্রদূত সংঘের মাঠে। তবে কোয়ার্টার ফাইনাল থেকে মূল পর্যায়ের খেলাগুলি হবে অরবিন্দ স্টেডিয়ামে। বাংলার পুরুষ ও মহিলা দল আগেই বর্ধমানে চলে এসেছিল।
আরও পড়ুন: কলকাতা পুর এলাকায় ওমিক্রনের গতিবিধি বুঝতে করোনা পরীক্ষা নিয়ে নয়া নির্দেশিকা রাজ্যের
বাকি দলগুলিও গত কাল থেকে অনুশীলন শুরু করে। রীতি মেনে সব দলের কোচ ম্যানেজারদের(Bardhaman News) নিয়ে শুক্রবার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে খেলার নির্ঘন্ট তৈরি সহ নিয়মাবলী নিয়ে আলোচনা হয়। এরপর আজ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হল।
আরও পড়ুন: আবারও শুরু হচ্ছে দুয়ারে সরকার, ওমিক্রন আতঙ্কে সতর্ক নবান্ন
প্রতিযোগিতা আয়োজক কমিটির বক্তব্য, আমরা সফলভাবে এই ন্যাশনাল চাম্পিয়ানশিপ করতে পারবো বলে খুবই আশাবাদী। সেভাবেই আলো ও অন্যান্য পরিকাঠামো তৈরি করা হয়েছে। সকাল নটা থেকে রাত পর্যন্ত খেলা চলবে। প্রচুর দর্শক আসবে বলে আমরা আশা করছি।
শরদিন্দু ঘোষ