অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে ওঠা বেশ কিছু ছাত্রকে চিহ্নিত করেছে কালনা দু’নম্বর ব্লকের অকাল পৌষ অরবিন্দ প্রকাশ ঘোষ উচ্চ বিদ্যালয়। বিদ্যালয় কর্তৃপক্ষের কথায়, প্রায় নয় জন ছাত্র রয়েছে, যারা নবম শ্রেণীতে উঠে পাশ করার পর আর ভর্তি হয়নি। এর পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ খবর নিয়ে জানতে পারে, তারা পড়া ছেড়ে দিয়েছে, কেউ যাবে ভিন রাজ্যে, আবার কেউ কাজ করবে বিদেশে। এমনই বেশ কিছু ছাত্রের বাড়িতে স্কুল ছুটির পর হাজির হলেন স্কুলের শিক্ষকরা।
advertisement
এই বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ্ত ঘোষ বলেন, ”পড়াশোনা করে হবে কী? এই মানসিকতা নিয়ে এবং অর্থ উপার্জনের তাগিদে অনেকেই বাইরে কাজে চলে যাচ্ছে। তাই যাতে তারা বাইরে কাজে না যায় এবং পড়াশোনা করে, সেই কারণেই আমরা ছাত্রদের অভিভাবকদের অনুরোধ জানাতে বাড়ি বাড়ি গিয়েছিলাম।”
বিদ্যালয় কর্তৃপক্ষের কথায়, অল্প বয়স থেকে অর্থ উপার্জনের তাগিদেই বহু পড়ুয়া পড়াশোনা ছেড়ে কাজের সঙ্গে যুক্ত হয়ে যায়। সে রকমই কিছু ছাত্রকে বিদ্যালয়ের তরফে চিহ্নিতকরণ করা হয়েছিল। তারা যাতে আবার বিদ্যালয়ে এসে পড়াশোনা শুরু করে সেই কারণেই তাদের বাড়ি বাড়ি যাওয়া হয়েছিল। নিজেদের ছেলেদের যাতে কাজে না পাঠিয়ে বিদ্যালয়ে পাঠানো হয়, সেই বিষয়েও অভিভাবকদের কাছে অনুরোধ করতে দেখা যায় শিক্ষকদের। অভিভাবকরাও শিক্ষকদের এই উদ্যোগে খুশি হয়েছেন। ছেলেদের নতুন করে বিদ্যালয়ে পাঠাবেন বলেও অনেকে জানিয়েছেন। সব মিলিয়ে স্কুল ছুট আটকাতে বিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
বনোয়ারীলাল চৌধুরী