TRENDING:

Bardhaman News: কী দিন এল! ছাত্রের বাড়িতে হাতজোড় করে দাঁড়িয়ে প্রধান শিক্ষক! বর্ধমানে যা হল, শুনে চমকে উঠবেন

Last Updated:

Bardhaman News: অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে ওঠা বেশ কিছু ছাত্রকে চিহ্নিত করেছে কালনা দু'নম্বর ব্লকের অকাল পৌষ অরবিন্দ প্রকাশ ঘোষ উচ্চ বিদ্যালয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: অভাবের তাড়নায় স্কুলে আসা বন্ধ করছে ছাত্ররা। বাড়ছে রোজগারের তাগিদে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার প্রবণতা। স্বভাবতই এই কারণে স্কুল ছুট হওয়ার সংখ্যা বাড়ছে দিন দিন। তবে এবার এই স্কুল ছুট ছাত্রদের কথা ভেবে অন্যরকম উদ্যোগ নিল বিদ্যালয় কর্তৃপক্ষ। রীতিমতো পড়াশোনা ছেড়ে দিয়েছে, এ রকম ছাত্রদের বাড়ি বাড়ি পৌঁছলেন শিক্ষকরা। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কালনা দু’নম্বর ব্লকের অকাল পৌষ অরবিন্দ প্রকাশ ঘোষ উচ্চ বিদ্যালয়ের।
advertisement

অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে ওঠা বেশ কিছু ছাত্রকে চিহ্নিত করেছে কালনা দু’নম্বর ব্লকের অকাল পৌষ অরবিন্দ প্রকাশ ঘোষ উচ্চ বিদ্যালয়। বিদ্যালয় কর্তৃপক্ষের কথায়, প্রায় নয় জন ছাত্র রয়েছে, যারা নবম শ্রেণীতে উঠে পাশ করার পর আর ভর্তি হয়নি। এর পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ খবর নিয়ে জানতে পারে, তারা পড়া ছেড়ে দিয়েছে, কেউ যাবে ভিন রাজ্যে, আবার কেউ কাজ করবে বিদেশে। এমনই বেশ কিছু ছাত্রের বাড়িতে স্কুল ছুটির পর হাজির হলেন স্কুলের শিক্ষকরা।

advertisement

আরও পড়ুন: প্রথমে স্বামী, এবার ছেলে! স্বামী মারা যাওয়ার কিছুদিন পরেই গ্রেফতার মহিলা বিএসএফ কর্মী! মহিলার কাণ্ড শুনে হাড়হিম হয়ে যাবে

এই বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ্ত ঘোষ বলেন, ”পড়াশোনা করে হবে কী? এই মানসিকতা নিয়ে এবং অর্থ উপার্জনের তাগিদে অনেকেই বাইরে কাজে চলে যাচ্ছে। তাই যাতে তারা বাইরে কাজে না যায় এবং পড়াশোনা করে, সেই কারণেই আমরা ছাত্রদের অভিভাবকদের অনুরোধ জানাতে বাড়ি বাড়ি গিয়েছিলাম।”

advertisement

View More

বিদ্যালয় কর্তৃপক্ষের কথায়, অল্প বয়স থেকে অর্থ উপার্জনের তাগিদেই বহু পড়ুয়া পড়াশোনা ছেড়ে কাজের সঙ্গে যুক্ত হয়ে যায়। সে রকমই কিছু ছাত্রকে বিদ্যালয়ের তরফে চিহ্নিতকরণ করা হয়েছিল। তারা যাতে আবার বিদ্যালয়ে এসে পড়াশোনা শুরু করে সেই কারণেই তাদের বাড়ি বাড়ি যাওয়া হয়েছিল। নিজেদের ছেলেদের যাতে কাজে না পাঠিয়ে বিদ্যালয়ে পাঠানো হয়, সেই বিষয়েও অভিভাবকদের কাছে অনুরোধ করতে দেখা যায় শিক্ষকদের। অভিভাবকরাও শিক্ষকদের এই উদ্যোগে খুশি হয়েছেন। ছেলেদের নতুন করে বিদ্যালয়ে পাঠাবেন বলেও অনেকে জানিয়েছেন। সব মিলিয়ে স্কুল ছুট আটকাতে বিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman News: কী দিন এল! ছাত্রের বাড়িতে হাতজোড় করে দাঁড়িয়ে প্রধান শিক্ষক! বর্ধমানে যা হল, শুনে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল