কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সংজ্ঞাহীন অবস্থায় সুমনকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সুমনের কাকা তোতন দাস বলেন, 'করুই গ্রামের পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল ভাইপো। সুমন সাঁতার না জেনে কী করে পুকুরে স্নানে নামল তা বুঝে উঠতে পারছি না।' জোর করে তাকে জলে নামানো হয়েছিল কিনা, নাকি সুমন নিজেই জলে নেমেছিল তা জানতে চায় পরিবার।
advertisement
আরও পড়ুন: কফি উইথ করণে এবার দেখা যাবে না রণবীর কাপুরকে, কারণ জানলে চমকে যাবেন!
রবিবার একই রকম মর্মান্তিক ঘটনা ঘটে কোচবিহারের নিশিগঞ্জে। বাড়ির পাশে একটি জলাশয়ে স্নান করতে গিয়ে দুই শিশুকন্যাই জলে তলিয়ে যায়। অচেতন অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: এত দুর্গন্ধ কীসের! পাটক্ষেতে নজর পড়তেই আঁতকে উঠল বনগাঁ, অবিশ্বাস্য দৃশ্য
নিশিগঞ্জ চকিয়ারছড়া গ্রামের রিপা পাল (১১) অভিভাবকদের সঙ্গে ঘুরতে গিয়েছিল চান্দামারির রাজপুর গ্রামে। রাজপুর গ্রামের প্রিয়া পাল (১১) নামে খুড়তুতো বোনের সঙ্গে রিপা স্নান করতে যায় বাড়ির পাশের একটি জলাশয়ে। দু'জনেই দীর্ঘক্ষন বাড়িতে ফিরে না আসায় শুরু হয় দুই বোনের খোঁজ। পরে বাড়ির পাশের জলাশয় থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় দুই বোনের দেহ।
রণদেব মুখোপাধ্যায়