Home /News /south-bengal /
North 24 Pargana News: এত দুর্গন্ধ কীসের! পাটক্ষেতে নজর পড়তেই আঁতকে উঠল বনগাঁ, অবিশ্বাস্য দৃশ্য

North 24 Pargana News: এত দুর্গন্ধ কীসের! পাটক্ষেতে নজর পড়তেই আঁতকে উঠল বনগাঁ, অবিশ্বাস্য দৃশ্য

North 24 Pargana News (প্রতীকী ছবি)

North 24 Pargana News (প্রতীকী ছবি)

এদিন সকালে স্থানীয় কৃষকরা চাষ করতে গিয়ে পাট ক্ষেতের মধ্যে থেকে পচা গন্ধ পান। (North 24 Pargana News)

 • Share this:

  #উত্তর ২৪ পরগনা: পাট ক্ষেতের মধ্যে থেকে মাঝ বয়সী অজ্ঞাতপরিচয় মহিলার অর্ধনগ্ন পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে বনগাঁয়। বুধবার সকালে দেহ উদ্ধারের ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার নতুনগ্রাম মাঝেরপাড়া এলাকায়। এদিন সকালে স্থানীয় কৃষকরা চাষ করতে গিয়ে পাট ক্ষেতের মধ্যে থেকে পচা গন্ধ পান। (North 24 Pargana News)

  আরও পড়ুন: কফি উইথ করণে এবার দেখা যাবে না রণবীর কাপুরকে, কারণ জানলে চমকে যাবেন!

  এর পরই পুলিশকে খবর দিলে, পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ময়না তদন্তে পাঠিয়েছে। মৃতদেহটি কীভাবে এখানে এলো তা নিয়ে তদন্ত করছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, নতুনগ্রাম মাঝেরপাড়া সড়কের দু'পাশে দৈনিক যুবক যুবতীদের আমদানি হয়।

  আরও পড়ুন: ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেলের অধীনে প্রচুর পদে নিয়োগ, জানুন

  অভিযোগ তারা ওই এলাকায় বসে বিভিন্ন রকম নেশা করে। বিভিন্ন অসামাজিক কাজও করে। মাঝেমধ্যে এলাকায় পুলিশ গেলেও পুলিশ চলে যেতেই নেশাগ্রস্ত যুবক-যুবতীরা এলাকায় ফের জমা হয়। পুলিশ ঘটনার তদন্তের পাশাপাশি মহিলার নাম পরিচয় জানতে খোঁজ খবর শুরু করেছে৷

  অনিরুদ্ধ কীর্তনিয়া

  Published by:Raima Chakraborty
  First published:

  Tags: Dead Body Found, North 24 Pargana news

  পরবর্তী খবর