শীত পড়তেই আলু চাষ শুরু হয়ে গিয়েছে পূর্ব বর্ধমান জেলায়। এখন জলদি জাতের পোখরাজ আলুর চাষ শুরু হয়েছে। এরপর জ্যোতি ও চন্দ্রমুখী আলুর চাষও শুরু হয়ে যাবে। এই সময় বাজারে সারের চাহিদা ব্যাপক। অভিযোগ, এক শ্রেণির ব্যবসায়ী এই সুযোগে সারের কালোবাজারি শুরু করেছে। বেশি দাম দিয়ে সার কিনতে হচ্ছে। আবার ১০:২৬:২৬ (এনপিকে) সার অমিল। বদলে বেশি দামে অন্য সার কিনতে হচ্ছে।
advertisement
আরও পড়ুন: ধান পাকার মুখে শোষক পোকার আক্রমণ, মাথায় হাত রাজ্যের শস্য ভান্ডারের কৃষকদের
জেলার উপ কৃষি অধিকর্তা আশিস বারুই বলেন,সারের দাম বেশি নেওয়ার বিষয়টি যথাযথ নয়। এছাড়া বাজারে মূল সারের কোনও ঘাটতিও নেই। ওই বিশেষ সারের বিকল্প হিসেবে কী সার ব্যবহার করতে হবে সেই বিষয়ে চাষিদের সচেতন করা হচ্ছে।আলু চাষ হয় এমন ব্লক গুলিতে সচেতনতার প্রচারে নেমেছে কৃষি দফতর। ভেজাল বা নকল সারের বিক্রি রুখতে নজরদারি চালানো হচ্ছে। এই কারবারে সম্প্রতি কয়েক জন গ্রেফতারও হয়েছে জেলায়।
আরও পড়ুন: প্রেমে শুরু, আত্মহত্যায় শেষ! জামালপুরে যুবকের পরিণতিতে প্রেমিকার কী ভয়ঙ্কর রূপ
কৃষকরা বলছেন,জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সব কিছুরই দাম বেড়েছে। জমি চষার জন্য ট্রাক্টর এর ভাড়া অনেক বেড়ে গিয়েছে। অনেকটাই বেশি বীজ আলুর দাম। তার ওপর সারের কালোবাজারি জেরে খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। চাষ বজায় রাখতে অনেকেই বেশি দাম দিয়ে সার কিনতে বাধ্য হচ্ছেন। প্রশাসনের উচিত এ ব্যাপারে বিশেষভাবে নজরদারি শুরু করা। জেলা প্রশাসন জানিয়েছে, কৃষি দফতরের মাধ্যমে জেলায় স্যারের কোন ঘাটতি নেই সে কথা কৃষকদের জানানো হচ্ছে। খুব তাড়াতাড়ি আরও সার জেলায় আসতে চলেছে।