TRENDING:

Bardhaman News: বর্ধমান স্টেশন দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত তিন! দেখুন কী বলছেন প্রত্যক্ষদর্শী 

Last Updated:

Bardhaman News: কীভাবে এই ঘটনা ঘটল? মৃতদের ঠিকানা মেলেনি এখনও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: বুধবার বর্ধমান রেলওয়ে স্টেশনের ২/৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ৫৩ হাজার ৮০০ গ্যালন জলধারণ ক্ষমতা সম্পন্ন বিশাল জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে। সূত্র মারফত জানা যাচ্ছে, এই ঘটনায় প্লাটফর্মে থাকা বহু সাধারণ যাত্রী, ব্যবসায়ী গুরুতর জখম হয়েছেন। তাদের মধ্যে থেকে আশঙ্কাজনক অবস্থায় অনেককেই উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই ভয়াবহ দূর্ঘটনার জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের , এবং এখনও পর্যন্ত আহত রয়েছেন প্রায় ৩৪ জনেরও বেশি । যে তিনজন মারা গেছেন তাঁদের নাম , কান্তি বাহাদুর, মফিজা খাতুন, সোনারাম টুডু। তবে কীভাবে এই ঘটনা ঘটল? মৃতদের ঠিকানা মেলেনি এখনও।
advertisement

এই প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, ” ট্যাঙ্ক থেকে জল পড়ছিল, তারপর হঠাৎ করেই ভেঙে পড়ে গেল ট্যাংকি । বেলা ১২ টা নাগাদ আচমকাই এই ঘটনাটি ঘটে । আমরা ভয়ে সব দোকান ছেড়ে পালিয়ে গিয়েছিলাম। পরে উদ্ধারকার্যতেও সাহায্য করেছি “। এই ঘটনার জেরে স্বভাবতই খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

আরও পড়ুন: বাঁকুড়ার হোটেলে পুলিশের বড় হানা, এমন কিছু মিলল! দেখে চক্ষু চড়কগাছ সকলের

advertisement

ব্যবসায়ীরা চাইছেন শীঘ্রষ্টেশনের পরিকাঠামোর উন্নতি হোক । এর আগেওএকবার গেট ভেঙে পড়ে যাওয়ার মত দূর্ঘটনা ঘটেছিল এই বর্ধমানেই। আহতদের কয়েকজন হাসপাতাল থেকে ফিরে ফের নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

View More

আরও পড়ুন: দিঘার সমুদ্রে এ কী ভেসে এল! পর্যটকদের জন্য ভয়ঙ্কর বিপদ! সমুদ্র নামার আগে দশবার ভাবুন

advertisement

বর্তমানে যে জায়গায় দূর্ঘটনাটি ঘটেছিল , সেই জায়গায় রেল পুলিশ ও জিআরপিমোতায়েন করা হয়েছে । ট্যাঙ্ক থেকে ভেঙে যাওয়া জিনিসপত্র সরানোর কাজ চলছে । দূর্ঘটনার স্থান ঘেরা রয়েছে । কতক্ষণেসমস্ত কাজ সম্পূর্ন হবে তা এখনও পর্যন্ত জানা যাচ্ছে না ।এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা।

মূলত, বর্ধমান রেল স্টেশনে এর আগেও একবার একটি গেট ভেঙে পড়ার ঘটনা ঘটেছিলে। তারপরেও পরিকাঠামোনিয়ে কীভাবে রেলের তরফে এরকম খামতি থেকে গিয়েছিলসেই নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ যাত্রী থেকে বিশেষজ্ঞরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

—– বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman News: বর্ধমান স্টেশন দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত তিন! দেখুন কী বলছেন প্রত্যক্ষদর্শী 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল