এই প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, ” ট্যাঙ্ক থেকে জল পড়ছিল, তারপর হঠাৎ করেই ভেঙে পড়ে গেল ট্যাংকি । বেলা ১২ টা নাগাদ আচমকাই এই ঘটনাটি ঘটে । আমরা ভয়ে সব দোকান ছেড়ে পালিয়ে গিয়েছিলাম। পরে উদ্ধারকার্যতেও সাহায্য করেছি “। এই ঘটনার জেরে স্বভাবতই খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
আরও পড়ুন: বাঁকুড়ার হোটেলে পুলিশের বড় হানা, এমন কিছু মিলল! দেখে চক্ষু চড়কগাছ সকলের
advertisement
ব্যবসায়ীরা চাইছেন শীঘ্রষ্টেশনের পরিকাঠামোর উন্নতি হোক । এর আগেওএকবার গেট ভেঙে পড়ে যাওয়ার মত দূর্ঘটনা ঘটেছিল এই বর্ধমানেই। আহতদের কয়েকজন হাসপাতাল থেকে ফিরে ফের নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
আরও পড়ুন: দিঘার সমুদ্রে এ কী ভেসে এল! পর্যটকদের জন্য ভয়ঙ্কর বিপদ! সমুদ্র নামার আগে দশবার ভাবুন
বর্তমানে যে জায়গায় দূর্ঘটনাটি ঘটেছিল , সেই জায়গায় রেল পুলিশ ও জিআরপিমোতায়েন করা হয়েছে । ট্যাঙ্ক থেকে ভেঙে যাওয়া জিনিসপত্র সরানোর কাজ চলছে । দূর্ঘটনার স্থান ঘেরা রয়েছে । কতক্ষণেসমস্ত কাজ সম্পূর্ন হবে তা এখনও পর্যন্ত জানা যাচ্ছে না ।এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা।
মূলত, বর্ধমান রেল স্টেশনে এর আগেও একবার একটি গেট ভেঙে পড়ার ঘটনা ঘটেছিলে। তারপরেও পরিকাঠামোনিয়ে কীভাবে রেলের তরফে এরকম খামতি থেকে গিয়েছিলসেই নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ যাত্রী থেকে বিশেষজ্ঞরা।
—– বনোয়ারীলাল চৌধুরী