দীর্ঘক্ষণ ধরে জেরা করা হচ্ছে তাদের। কী উদ্দেশ্যে দেহ পাচার করা হচ্ছিল? তা খতিয়ে দেখছে পুলিশ।
মরদেহ চুরি করে শববাহী গাড়িতে চাপিয়ে সাতসকালে পালাচ্ছিল একদল দুষ্কৃতী। নিরাপত্তা কর্মীদের সন্দেহ হওয়ায় ধরে ফেলে পাচারকারীদের। অভিযোগ, মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগের ভেতর থেকে বেওয়ারিশ লাশ চুরি করে পাচার করে দিচ্ছিল তারা। আর এই ঘটনায় বুধবার তীব্র চাঞ্চল্য ছড়াল বর্ধমান মেডিক্যাল কলেজ চত্বরে।
advertisement
আরও পড়ুন– 404 Error! ওয়েবসাইটে কাঙ্ক্ষিত পেজ না খুঁজে পেলে কী করবেন দেখে নিন
পাচারকারীদের আটক করে বর্ধমান থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ পাচারের সঙ্গে যুক্ত সন্দেহে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বর্ধমান মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল কৌস্তভ নায়েক জানিয়েছেন, ‘‘আমি স্বাস্থ্য ভবনে জরুরি কাজে কলকাতায় আছি। বেওয়ারিশ লাশ চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানতে পেরেছি। আঁটোসাঁটো নিরাপত্তার কারণে পাচারকারীরা ধরা পড়েছে। তাদের পুলিশ আটক করেছে। পুলিশ কে গোটা ঘটনার বিষয়ে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য জানানো হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত জেনে লিখিত অভিযোগ জানাবো।’’
আরও পড়ুন– গবেষণার বিষয় নরেন্দ্র মোদি, প্রধানমন্ত্রীকে নিয়ে পিএইচডি করলেন এই মহিলা
এদিকে কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগের ভিতর থেকে মৃতদেহ চুরি করে পাচার করা হচ্ছিল তা নিয়েই প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই খোদ মেডিক্যাল কলেজের এক শ্রেণীর কর্মী এবং ডোম লাশ চুরি করে পাচার চক্রের সঙ্গে যুক্ত। আজ হাতেনাতে ধরা পড়ে যাওয়ায় বিষয়টি সামনে এসেছে। এই চক্রের সঙ্গে আরো কারা জড়িত আছে অবিলম্বে পুলিশ তদন্ত করে বের করুক।