TRENDING:

বর্ধমান পুরসভার অ্যাকাউন্ট থেকে ১ কোটির বেশি টাকা লোপাট! অ্যাকাউন্ট্যান্টকে গ্রেফতার করল পুলিশ

Last Updated:

Bardhaman Municipality: গত বছর ৭ সেপ্টেম্বর বর্ধমান পুরসভা কর্তৃপক্ষ জানতে পারে, তাঁদের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের চেক ব্যবহার করে তিনটি চেকে প্রায় ১ কোটি ৪৩ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। এই ঘটনায় পুরসভার অ্যাকাউন্ট্যান্ট গ্রেফতার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান, শরদিন্দু ঘোষঃ বর্ধমান পুরসভার অ্যাকাউন্ট থেকে তিনটি চেকে ১ কোটি ৪৩ লক্ষ টাকা লোপাটের ঘটনায় পুরসভার অ্যাকাউন্ট্যান্ট সমীররঞ্জন মুখার্জী গ্রেফতার। মহারাষ্ট্র পুলিশের ইকোনমিক অফেন্স উইংস তাঁকে গ্রেফতার করেছে। গতকাল রাতে বর্ধমান থেকে তাঁকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাঁকে ট্রানজিট রিমাণ্ডের জন্য বর্ধমান আদালতে পেশ করা হয়। আদালত ৩ দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে আগামী ১০ তারিখের মধ্যে সংশ্লিষ্ট আদালতে পেশের নির্দেশ দেন।
বর্ধমান পুরসভার অ্যাকাউন্ট্যান্ট গ্রেফতার । প্রতীকী ছবি
বর্ধমান পুরসভার অ্যাকাউন্ট্যান্ট গ্রেফতার । প্রতীকী ছবি
advertisement

গত বছর ৭ সেপ্টেম্বর বর্ধমান পুরসভা কর্তৃপক্ষ জানতে পারে, তাঁদের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের চেক ব্যবহার করে তিনটি চেকে প্রায় ১ কোটি ৪৩ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। মহারাষ্ট্রের নাগপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা থেকে টাকা তুলে নেওয়া হয়েছে বলে জানা যায়। এই ঘটনায় বর্ধমান থানায় অভিযোগ দায়ের করে পৌরসভা। একইসঙ্গে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলার হিঙ্গালঘাট থানায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। মহারাষ্ট্র পুলিশ এই ঘটনার তদন্তে নেমে সোমবার রাতে বর্ধমান থেকে সমীররঞ্জন মুখার্জীকে গ্রেফতার করে।

advertisement

আরও পড়ুনঃ বন্যার জলে তলিয়ে মৃত্যু! পরিবারের পাশে সরকার, রাজ্যের তরফে তুলে দেওয়া হল ৫ লক্ষের চেক

মহারাষ্ট্র পুলিশ এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে। তাঁদের বয়ানের ভিত্তিতে এবং ঘটনার আগে ফোনে তিনজনের সঙ্গে যোগাযোগের তথ্য পেয়ে এবার সমীররঞ্জনকে গ্রেফতার করা হল। এর আগে সমীররঞ্জন মুখার্জী মহারাষ্ট্রের একটি আদালতে জামিনের আবেদন করেও জামিন পাননি।

advertisement

পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালে পুরসভার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে চেকের মাধ্যমে দু-তিন দফায় ৪৮ লক্ষ, ২১ হাজার ও ৯৫ লক্ষ ৫৫ হাজার টাকা তুলে নেওয়া হয়। শেষের চেকটি জমা দেওয়ার পর ব্যাঙ্ক কর্তৃপক্ষ পুরসভাকে জানালে বিষয়টি পুরসভার নজরে আসে। এরপরই বর্ধমান পুরসভা বর্ধমান থানায় ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে মহারাষ্ট্রের হিঙ্গালঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়।

advertisement

যদিও পুরসভার দাবি, আসল চেকের পাতা দু’টি তাঁদের অফিসের চেকবুকেই আছে। পুরসভা আরও জানতে পারে, চেকে পুরসভার চেয়ারম্যানের সই রয়েছে। তবে পুরসভার দাবি, অ্যাকাউন্ট হোল্ডার ফিন্যান্স অফিসার ও পুরসভার নির্বাহী আধিকারিক। চেয়ারম্যান অ্যাকাউন্টটির হোল্ডার না হওয়া সত্ত্বেও কীভাবে টাকা উঠে গেল সেই নিয়ে প্রশ্ন তোলে পুরসভা। এমনকি পুরসভার ফিন্যান্স দফতরের দাবি, অ্যাকাউন্টে সমীররঞ্জন মুখার্জীর ফোন নম্বর থাকলেও তাঁর কাছে কোনও ফোন বা টাকা উঠে যাওয়ার পর কোনও এসএমএস আসেনি। এরপর ব্যাঙ্ক বর্ধমান পুরসভাকে ওই টাকা ফিরিয়ে দেয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
থিম শুনে প্রথমে চমকে গিয়েছিলেন অনেকে, মণ্ডপে গিয়ে বোঝা গেল আসল অর্থ
আরও দেখুন

এদিকে মহারাষ্ট্র পুলিশের দাবি, তাঁদের হাতে গ্রেফতার হওয়া তিনজনের সঙ্গে আগে থেকেই সমীররঞ্জনের ফোনে যোগাযোগ ছিল। এরপরই বর্ধমান থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পাশাপাশি পুর কর্তৃপক্ষের দাবি, চেক ক্লোন করে টাকা তুলে নেওয়া হয়েছে। যদিও ফোনে যোগাযোগের বিষয় উড়িয়ে সমীররঞ্জন মুখার্জীর আইনজীবী পার্থ হাটি বলেন, হয়তো ফোন ক্লোন করে কথা বলা হয়েছে। এর সঙ্গে সমীরবাবুর কোনও যোগ নেই।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বর্ধমান পুরসভার অ্যাকাউন্ট থেকে ১ কোটির বেশি টাকা লোপাট! অ্যাকাউন্ট্যান্টকে গ্রেফতার করল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল