TRENDING:

বর্ধমান উৎসবকে কেন্দ্র করে সেজে উঠছে রাজবাড়ির শহর, টানা উৎসবে চাঁদের হাট

Last Updated:

অনুষ্ঠানে হাজির থাকবেন বাবুল সুপ্রিয় সহ বাংলা সঙ্গীত জগতের একাধিক তারকা শিল্পী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: আর তিন দিন।আগামী ১৭ ডিসেম্বর থেকে বর্ধমানের উৎসব ময়দানে শুরু হতে চলেছে এ বছরের বর্ধমান পৌর উৎসব। বর্ধমান পৌরসভা আয়োজিত এই উৎসব চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিনই এই উৎসব উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় নামি শিল্পীরা ছাড়াও কলকাতা তথা দেশের প্রখ্যাত শিল্পীরা এই উৎসবে অংশ নেবেন।
Bardhaman is getting ready for Bardhaman utsav
Bardhaman is getting ready for Bardhaman utsav
advertisement

এবারের বর্ধমান পৌর উৎসবের থিম 'মায়ের কথা মাটির গান,ললিত কলার বর্ধমান।' বর্ধমান পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, পৌষ মাস আসন্ন। নবান্নের নতুন ধানের গন্ধে মাতোয়ারা  গ্রাম বাংলা। সেই সুবাসে আপ্লুত নগরবাসীও। মন চায় উৎসব। শহরবাসীকে নিয়ে তাই এই পৌর উৎসবের আয়োজন করা হয়েছে। নাচে গানে কবিতায় আড্ডায়, বিকিকিনির হাটে জমে উঠবে নগরবাসীর প্রাণের উৎসব।

advertisement

আরও পড়ুন -  একশো দিনের কাজ প্রকল্পে দুর্নীতি, সংসদে সুকান্তর প্রশ্নে বাড়তি অক্সিজেন পেল তৃণমূল ও রাজ্য সরকার

জানা গেছে,উদ্বোধনী অনুষ্ঠানে বর্ধমান শহরের গার্লস স্কুল গুলি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে  অনুষ্ঠানের বিভিন্ন দিনে থাকছেন বিশিষ্ট শিল্পীরা। ১৭ ডিসেম্বর উদ্বোধনের দিন থাকছে বাংলা ব্যান্ড ত্রিতান। ১৮ ডিসেম্বর অতিথি শিল্পী চিরায়াত সংগীত পরিবেশন করবেন। ১৯ ডিসেম্বর থাকছেন বাবুল সুপ্রিয়। ২০ ডিসেম্বর ডিসেম্বর সংগীত পরিবেশন করবে সুরজিৎ ও বন্ধুরা। ২১ ডিসেম্বর বর্ধমানের বিশিষ্ট শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। ২২ ডিসেম্বর থাকছেন সংগীত শিল্পী শুভমিতা। ২৩ ডিসেম্বর অতিথি শিল্পী হিসেবে থাকছেন অনন্যা চক্রবর্তী। ২৪  ডিসেম্বর থাকছে ফকিরার অনুষ্ঠান। শেষ দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর অতিথি শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন তন্ময় কর।

advertisement

আরও পড়ুন -  LPG Cylinder Booking : গ্যাস সিলিন্ডার বুকিংয়ে ব্যাপক অফার! ১০০০ টাকা অবধি ক্যাশব্যাক পেতে পারেন

প্রতি বছরই বর্ধমান উৎসব উপলক্ষে বর্ধমানের স্থাপত্য ভাস্কর্য সহ দর্শনীয় স্থানগুলি। আলো দিয়ে সাজানো হয়। এবারও তেমন ব্যবস্থা থাকবে বলে পৌরসভা সূত্রে জানা গিয়েছে। শুধু তাই নয়, থিম ভাবনার ওপর বিশেষ প্যাভেলিয়ান থাকছে উৎসব ময়দানে। এছাড়াও থাকছে বিভিন্ন ধরনের স্টল। সব মিলিয়ে বর্ধমান উৎসবের শেষ পর্যায়ের প্রস্তুতি এখন তুঙ্গে। সেজে উঠছে শহর। এই উৎসবের জন্য মুখিয়ে রয়েছেন বর্ধমান শহরের বাসিন্দারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Saradindu Ghosh

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বর্ধমান উৎসবকে কেন্দ্র করে সেজে উঠছে রাজবাড়ির শহর, টানা উৎসবে চাঁদের হাট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল